কলকাতা: সামনের বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যে নিজের অধিকার প্রতিষ্ঠায় নতুন পদক্ষেপ নিল। রাজ্য জুড়ে সদস্যা সংখ্যা বাড়াতে নতুন উদ্যোগ নিল গেরুয়া শিবির। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন কর্মসূচির সূচনা করলেন কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘আমার পরিবার বিজেপি পরিবার’।
কয়েকদিন আগেই তৃণমূলের তরফে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বুথ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আগামী কর্মসূচি কী হবে সেই সম্পর্কে সদস্যদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বার্তা দেওয়া হবে বলেও স্থির করা হয়েছে তৃণমূলের তরফে। রাজ্যে সদস্য সংখ্যা বাড়াতেই মূলত এই উদ্যোগ নিয়েছে দল। এবার একই কর্মসূচি গ্রহণ করল বিজেপিও। গতকাল সন্ধেয় জেপি নাড্ডা ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করেন।
কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছেন নাড্ডা। তিনি বলেছেন, এ রাজ্যে গ্রহণ লেগেছে। বর্তমান তৃণমূল সরকারকে কু-শাসনের সরকার বলেও অভিহিত করেছেন তিনি। বর্তমানে বাংলায় গণতন্ত্র নেই, শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে, কর্মসংস্থান নেই বলে মন্তব্য করেছেন তিনি। বিজেপি সভাপতি আরও বলেন, বর্তমানে করোনা মোকাবিলায় ব্যর্থ রাজ্য সরকার। বাংলায় কাটমানির রাজত্ব চলছে, কৃষকেরা ফসলের দাম পাচ্ছেন না। এর বিরুদ্ধে বিজেপি মানুষের পাশে থাকবে।
আরও পড়ুন: পুরুলিয়া অস্ত্রবর্ষণ মামলায় নয়া মোড়! খুলবে ২৫ বছরের রহস্য
তিনি আরও বলেন, বাংলার শাসনভার বিজেপির হাতে গেলেই এই সমস্ত সমস্যা দ্রুত বিদায় নেবে। তাঁর মতে, ভবিষ্যতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিবর্তনের এক নতুন বাংলা দেখতে পাবে রাজ্যবাসী। 'আমার পরিবার, বিজেপি পরিবার' কর্মসূচির মধ্যে দিয়ে বিজেপি রাজ্যে ৩ কোটি সদস্য সংখ্যা সুনিশ্চিত করতে চায়। যাতে বাংলায় গেরুয়া শিবিরের জমি শক্তপোক্ত ভাবে গড়ে ওঠে। উদ্বোধনের দিনই ১০ জন সদস্য যোগ দিয়েছেন বলে জানা গেছে। নাড্ডার কথায়, এ তো সবে শুরু, লক্ষ্যমাত্রা ঠিক পূরণ করবে বিজেপি।