BREAKING: কবে চালু হবে লোকাল, মেট্রো, দূরপাল্লার ট্রেন? নয়া বিজ্ঞপ্তি রেলের

BREAKING: কবে চালু হবে লোকাল, মেট্রো, দূরপাল্লার ট্রেন? নয়া বিজ্ঞপ্তি রেলের

 

নয়াদিল্লি: করোনা রুখতে দীর্ঘ লকডাউন ঘোষণার পর ধাপে ধাপে চালু হয়েছে আনলক পর্ব৷ ৪ মাস কেটে গেলেও কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা সংক্রমণ৷ উল্টে লাফিয়ে বাড়ছে করোনা৷ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়েছেন৷ দিনে ৬০ হাজারের বেশি সংক্রমণ ঘটেছে দেশে৷ আর এই পরিস্থিতি বিবেচনা করে লোকাল, মেট্রো, দূরপাল্লার ট্রেন চলাচলের বিষয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করল রেল মন্ত্রক৷

বিজ্ঞপ্তি জারি করে রেল মন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বর্তমান পরিস্থিতি কথা মাথায় রেখে এখনই লোকাল ট্রেন কিংবা মেট্রো, দূরপাল্লার ট্রেন চলাচল করবে না৷ কবে চলাচল করবে তার পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে৷ তবে শ্রমিক ট্রেন যেমন চলছে, তেমন চলবে৷ একই সঙ্গে রেল কর্মী ও করোনা যোদ্ধাদের জন্য নির্দিষ্ট রেল পরিষেবা চলবে৷ রেলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, গত ১২ আগস্ট পর্যন্ত যে রেল চলাচলের উপর নিষেধাজ্ঞা ছিল, তা বাড়িয়ে আগামী ৩০ সেপ্টম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে৷ ফলে, আগামী সেপ্টেম্বরেও লোকাল ট্রেন পরিষেবা চালু হচ্ছে না৷

আগামী ১৫ আগস্টের পর রেল চলাচল স্বাভাবিক হওয়ার যে জল্পনা তৈরি হয়েছিল তা কার্যত উড়িয়ে রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত ৩০ সেপ্টম্বর পর্যন্ত কোনও ভাবেই লোকাল ট্রেন কিংবা অন্যান্য পরিষেবা চালু থাকবে না৷ গোটা আগস্ট ও সেপ্টম্বর মাসজুড়ে লোকাল ট্রেন চলবে না বলেও জানানো হয়েছে৷ পূর্ব রেল আগেও জানিয়েছিল, ৩১ জুলাই পর্যন্ত রেল চলবে না৷ পরে রেলে বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, ১২ আগস্ট পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ থাকবে৷ এবার রেলের তরফে সেই সময়সীমা এক লাফে ৩০ সেপ্টম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে৷ তবে, বিশেষ ট্রেনগুলি আগের সূচি মেনে চলবে বলেও জানানো হয়েছে৷ 

লোকাল ট্রেন পরিষেবা চালু না হওয়ায় নতুন করে তৈরি হয়েছে বিপত্তি৷ কেননা আনলক পর্বে ইতিমধ্যেই সরকারি-বেসরকারি অফিস খুলে গিয়েছে৷ বাধ্য হয়ে জীবিকা বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন সাধারণ মধ্যবিত্ত জনতা৷ ভিড় বাস কিংবা মোটা টাকায় গাড়ি ভাড়া করে তাঁদের অফিসে বা কর্মক্ষেত্রে ছুটতে হচ্ছে৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে লোকাল ট্রেন চালু না হওয়ার বিজ্ঞপ্তি ঘিরে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =