বীরপাড়া: সন্তানকে জন্ম দেওয়ার পরেই মায়ের শরীরে ধরা পড়ে করোনা ভাইরাস। তাই শিশুর কাছ থেকে সরিয়ে মাকে ভর্তি করানো হয় কোভিড হাসপাতালে। কিন্তু মায়ের অনুপস্থিতিতেও ঘাটতি হয়নি শিশুর দুধের। ওই শিশু করোনা পজিটিভ জেনেও তাকে পালা করে দুধ খাওয়াচ্ছেন অন্য মায়েরা। আলিপুরদুয়ারের বীরপাড়া সরকারি হাসপাতালের এই ঘটনায় অভিভূত ওখানকার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
জানা গেছে, ৩১ জুলাই মাদারিহাটের বাসিন্দা এক মহিলা প্রসব যন্ত্রণা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন। সেদিনই এক পুত্রসন্তানের জন্ম দেন তিনি। কিন্তু জন্মের পরই শিশুটির জন্ডিস ধরা পড়ে। তাই তাকে এসএনসিইউ বিভাগে রাখা হয়। নিজের ওয়ার্ড থেকে সেখানে গিয়ে শিশুটিকে স্তন্যপান করাচ্ছিলেন মহিলা। কিন্তু হাসপাতালের এক চিকিৎসকের করোনা পজিটিভ ধরা পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালে ভর্তি সকলের করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেয়। ৩ আগস্ট সেই রিপোর্টেই ওই মহিলার করোনা পজিটিভ আসে। সেদিনই তাঁকে তপসিখাতার কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। তারপরের দিন পাঁচ দিনের সদ্যোজাত শিশুটির শরীরেও করোনা ধরা পড়ে। চিকিৎসকদের বক্তব্য মায়ের থেকেই শিশুর শরীরে ভাইরাস ঢোকে।
কিন্তু মায়ের থেকে আলাদা হওয়া ওই সদ্যোজাতর দুধের জোগান নিয়ে চিন্তায় পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। সমস্যার সমাধানে এগিয়ে আসেন এসএনসিইউ-এ থাকা অন্যান্য মায়েরা। তারা নিজেরাই পালা করে ওই শিশুকে দুধ খাওয়াচ্ছেন। হাসপাতাল সুপার জানিয়েছেন, শিশুটিকে এসএনসিইউ বিভাগে আলাদা করেই রাখা হয়েছে। যাঁরা ওর দেখভাল করছেন তাঁরা কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলছেন। তাছাড়া ওইটুকু বাচ্চার থেকে অন্য কারও শরীরে করোনা ছড়াবে না বলেই মন্তব্য করেছেন সুপার বিদ্যুৎ ঘোষ।