কলকাতা: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস), বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং তাদের অন্যান্য শাখা সংগঠনগুলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুক মুসলিমরা৷ অযোধ্যায় রামলালার মন্দিরের ভূমি পুজনের ঠিক পরেই মুসলিমদের কাছে এই আর্জি জানাল বাংলার ইমামস অ্যাসোসিয়েশন৷
আরও পড়ুন- জাতীয় পাখিই জাতীয় পুরস্কার এনে দিল রানাঘাটের তাঁতশিল্পী সরস্বতীকে!
শুক্রবার একটি বিবৃতিতে ইমামস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহম্মদ ইয়াহিয়া বলেন, এই মুহূর্তে ‘ইসলাম ও মুসলিম বিরোধী’ অবস্থায় নিয়েছে বিজেপি৷ নাম না করে তিনি আরও বলেন, ‘‘সম্প্রতি একটি মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, যেখানে একসময় মসজিদ ছিল। সুতরাং, এর থেকে এটা স্পষ্ট যে বিজেপি ও আরএসএস মুসলিমদের বন্ধু নয়। কোনও মুসলিম যদি ইসলাম বিরোধীদের সঙ্গে থাকেন, তাহলে তিনিও আর মুসলিম থাকবেন না। যেসব মুসলিমরা আরএসএস, ভিএইচপি-র এবং তাদের শাখা সংগঠনের সদস্য, তাঁদের নিজেদের অবস্থান সম্পর্কে ভাবার সময় এসে গিয়েছে৷ তাঁদের সিদ্ধান্ত নিতে হবে, তাঁরা বিজেপি-আরএসএসের সঙ্গে থাকবেন, নাকি নিজেদের ভুল শুধরে নিতে চাইবেন। তাঁদের মনে রাখা উচতি, আগামী দিনে তাঁদের পরিবারকেও রেয়াত করা হবে না৷’’
আরও পড়ুন- BREAKING: কবে চালু হবে লোকাল, মেট্রো, দূরপাল্লার ট্রেন? নয়া বিজ্ঞপ্তি রেলের
গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পরেই এই প্রতিক্রিয়া দেখায় বাংলার ইমামস অ্যাসোসিয়েশন৷ অযোধ্যার রাম জন্মভূমিতে ভিত্তি প্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘ভুল কাজ’ করেছেন বলে পশ্চিমবঙ্গের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী আক্রমণ শানানোর পরই ময়দানে নামে ইমামস অ্যাসোসিয়েশন৷ একটি ভিডিও বার্তায় চৌধুরী বলেন, ‘‘ কী ভাবে একটি মসজিদের ভূমিতে মন্দির তৈরি করা যায়? আমরা ধৈর্য ধরে রয়েছি৷ বিশ্ব জানে ওখানে মসজিদ ছিল। কেয়ামত পর্যন্ত মসজিদ-ই থাকবে। কেউ জানে না, চাকা কোনদিকে ঘুরবে। অনেক সময় চাকা উল্টো দিকেও ঘোরে।” তাঁর বক্তব্য, “বাবরি মসজিদ ভেঙে স্থায়ী রামমন্দিরের ভূমিপুজো করে ভারতবর্ষের সামনে একটি কঠিন দিন এনে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি ভুল কাজ করেছেন।”