লকডাউন উঠতেই বিয়ের হিড়িক, একদিনেই রেকর্ড আবেদন

দীর্ঘ লকডাউনের পর অনেকেই ভেবেছিলেন বিচ্ছেদের পথেই হয়তো হাঁটবেন অধিকাংশ দম্পতি৷ কিন্তু তাঁদের এই চিন্তায় জল ঢেলে চিনের উহান প্রদেশে উঠল বিয়ের ঝড়৷ অনলাইনে ম্যারেজ অ্যাপ্লিকেশনের বন্যায় প্রায় ভেঙে পড়ল চিনা অ্যাপ৷ 

বেজিং: দীর্ঘ লকডাউনের পর অনেকেই ভেবেছিলেন বিচ্ছেদের পথেই হয়তো হাঁটবেন অধিকাংশ দম্পতি৷ কিন্তু তাঁদের এই চিন্তায় জল ঢেলে চিনের উহান প্রদেশে উঠল বিয়ের ঝড়৷ অনলাইনে ম্যারেজ অ্যাপ্লিকেশনের বন্যায় প্রায় ভেঙে পড়ল চিনা অ্যাপ৷ 

টানা ৭৬ দিন বন্ধের পর বুধবার উহান প্রদেশ থেকে সম্পূর্ণ লকডাউন তুলে নেয় চিন৷ ২৩ জানুয়ারি থেকে লকডাউন ছিল করোনার উৎসস্থল এই উহান শহর৷ করোনার ছোবলে মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল উহান৷ কিছু বিধি নিষেধ থাকলেও, ধীরে ধীরে ছন্দে ফিরছে শহরের জীবন৷ আর লকডাউন উঠতেই ঝড়ের গতিতে জমা পড়তে শুরু করল বিয়ের আবেদন৷ 

চিনের ম্যারেজ অ্যাপ্লিকেশন অ্যাপ অলিপে জানাচ্ছে, মাত্র একদিনে ৩০০ গুণ বেশি আবেদন জমা পড়েছে৷ যা কল্পনাও করতে পারেননি তাঁরা৷ একসঙ্গে এত আবেদন জমা পড়ায় অ্যাপটি ক্র্যাশ হওয়ার মতো অবস্থা হয়৷ স্বাভাবিকভাবেই অ্যাপটি গতি কমে গিয়েছে৷ তবে পুরোপুরি বন্ধ হয়ে যায়নি৷ পুনরায় রিফ্রেস করে আবেদন করা যাবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে৷ 

চিন জুড়ে করোনা মহামারির আকার নেওয়ার পরই গত ফেব্রুয়ারি মাস থেকে উহান শহরে বন্ধ করে দেওয়া হয় বিয়ের আবেদন জমা নেওয়ার কাজ৷ তবে লকডাউন উঠতেই বিয়ের জন্য তৎপর হয়ে উঠেছেন কাপলরা৷ কতক্ষণে ‘আই ডু’ বলবেন, সেই আশাতেই এখন দিন গুণছেন উহানের ‘লাভ বার্ডরা’৷ তবে বিয়ে করার আগে নতুন জুটিদের ক্লিন হেলথ কোড থাকা বাধ্যতামূলক করা হয়েছে। যার মাধ্যমে এটা প্রমাণ হবে যে তাঁরা করোনা আক্রান্ত নন৷ 

শুধু বিয়ে নয়, বিবাহ পরবর্তী জীবন নিয়েও চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন উহানের হবু দম্পতিরা৷ জানা গিয়েছে, অনলাইন অ্যাপে শিশুদের নাম খোঁজারও হিড়িক পড়েছে উহান জুড়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + seventeen =