BREAKING: ফের লকডাউনের দিন বদল নবান্নের, নজরে মাস পয়লা বেতন?

BREAKING: ফের লকডাউনের দিন বদল নবান্নের, নজরে মাস পয়লা বেতন?

কলকাতা: ফের বদলে গেল বাংলার পূর্ণ লকডাউনের ক্যালেন্ডার৷ চতুর্থ দফায় বাংলায় সম্পূর্ণ সাপ্তাহিক লকডাউনের দিন বদল করে জারি হয়েছে বিজ্ঞপ্তি৷  লকডাউনের দিনবদলের পিছনে রাজনৈতিক ও সাম্প্রতিক কারণ লুকিয়ে আছে বলে অভিযোগ তুলেছে বিজেপি৷ নিজের মর্জি মতো সরকার চলছে? প্রশ্ন বামেদের৷

বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ২৮ আগস্ট বাংলা সম্পূর্ণ লকডাউন হবে না৷ তবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সাপ্তাহিক লকডাউন কার্যকর থাকবে৷ কিন্তু হঠাৎ কেন এই রদবদল? জাবাব দিয়েছে রাজ্য৷

নবান্নের তরফে জানানো হয়েছে, আগামী ২৮ তারিখ লকডাউন হলে ব্যাঙ্কিং পরিষেবা বিঘ্নিত হতে পারে৷ আর সেই আশংকা থেকেই দিন বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আগামী ২৮  তারিখ লকডাউন থাকলে টানা পাঁচদিন ব্যাঙ্কিং পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে৷ আর সেই কারণে ব্যাংকিং ক্ষেত্রে যুক্ত কিছু মানুষের আপত্তির কথা বিবেচনা করে ২৮ তারিখ লকডাউন হচ্ছে না বলে জানিয়ে দেওয়া হয়েছে৷ আর সেই কারণে আপাতত ২০,২১, ২৭ ও ৩১ আগস্ট রাজ্যে সম্পূর্ণ লকডাউনের দিন ঘোষণা করা হয়েছে৷

যদিও পর্যবেক্ষক মহলের একাংশের অনুমান, ২৮ আগস্ট শুক্রবার লকডাউনে ব্যাংক পরিষেবা ব্যাহত হলে মাস পয়লা বেতনের প্রভাব পড়ার আশঙ্কা থাকত৷ কারণ ২৯ ও ৩০ আগস্টশনি-রবিবার পড়েছে৷ তারপর ৩১ আগস্ট সোমবার৷ ওই দিন  রয়েছে বাংলায় লকডাউন৷ ফলে টানা ব্যাংক বন্ধ থাকলে মাস পয়লা বেতন দিতে কর্মচারীদের অসুবিধা হতে পারত৷ আর সেই আশঙ্কার কথা মাথায় রেখেই কি ২৮ তারিখ লকডাউনের দিন বদল করা হল? কেননা সরকারি ও বেসরকারি বেশকিছু সংস্থায় মাস পয়লা বেতন প্রচলন রয়েছে৷ সেক্ষেত্রে মাস-পয়লা বেতন দিতে গেলে দু’একদিন আগে থেকেই বেতন সংক্রান্ত প্রস্তুতি শুরু করতে হয়৷ দীর্ঘ সেই প্রক্রিয়া৷

ফলে, সেই প্রক্রিয়ায় যাতে কোনরকম ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে ২৮ তারিখ লকডাউন বিধি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না সে নিয়ে থাকছে সংশয়৷ যদিও, সরকারি ভাবে জানানো হয়েছে, ২৮ আগস্ট লকডাউন হলে টানা ৫ দিন বন্ধ থাকত ব্যাংক পরিষেবা৷ মাসের শেষে ব্যাঙ্কিং পরিষেবা যাতে কোনও বিঘ্নিত না ঘটে, তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যদিও এর আগে বিধি ধর্মীয় উৎসবের কারণে একাধিকবার লকডাউনের দিন পরিবর্তন করা হয়েছে৷ বিদ্যাসাগরের প্রয়াণ দিবসেও লকডাউন হয়েছে বাংলায়৷ রামমন্দিরের ভূমি পুজোর দিন লকডাউন প্রত্যাহারের দাবি উঠলেও তা সরকারি ভাবে মান্যতা মেলেনি৷ বিজ্ঞপ্তি জারি করে আগস্টে ৭ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে৷ এবার তা কমিয়ে ৬ দিন করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *