সাংসদ পদ খোয়াতে পারেন অর্জুন? কোটি টাকার অভিযোগ তৃণমূলের

নতুন করে অস্বস্তিতে বিজেপি সাংসদ অর্জুন সিং। এবার অর্জুন সিংয়ের বিরুদ্ধে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ এনেছেন ভাটপাড়ায় তৃণমূলের আহ্বায়ক সোমনাথ শ্যাম। বেঙ্গালুরু ফোর্ট উইলিয়াম ফার্মস লিমিটেডের ২ লক্ষ শেযার কেনা রয়েছে। যার বর্তমান মূল্য চার কোটি টাকা। কিন্তু এই তথ্য তিনি লোকসভা নির্বাচনের সময় গোপন করেছেন বলে অভিযোগ। 

 

কলকাতা:  নতুন করে অস্বস্তিতে বিজেপি সাংসদ অর্জুন সিং। এবার অর্জুন সিংয়ের বিরুদ্ধে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ এনেছেন ভাটপাড়ায় তৃণমূলের আহ্বায়ক সোমনাথ শ্যাম। অভিযোগ, বেঙ্গালুরু ফোর্ট উইলিয়াম ফার্মস লিমিটেডের ২ লক্ষ শেয়ার কেনা রয়েছেন, যার বর্তমান মূল্য চার কোটি টাকা৷ কিন্তু এই তথ্য তিনি লোকসভা নির্বাচনের সময় গোপন করেছেন বলে অভিযোগ তৃণমূল নেতার৷

আরও পড়ুন- ‘চোখের খিদে মেটাতে হট ছবি পাঠাও’! বাম নেতার কুকীর্তির পর্দাফাঁস তিন তরুণীর

জানা গিয়েছে, এই অভিযোগ প্রমাণ করতে বেশ কিছু নথি তৃণমূলের হাতে এসেছে বলে দাবি৷  এবার সাংসদের বিরুদ্ধে আদালতে যাওয়ার পরিকল্পনা তৃণমূল করছে বলে খবর৷ আদালতে বারাকপুরের বিজেপি সাংসদের পদ খারিজের দাবি জানানো হবে বলে জানিয়েছেন সোমনাথ শ্যাম। তবে এই অভিযোগ একপ্রকার উড়িয়ে দিয়েছে বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি জানিয়েছেন, মুর্খদের সব কথার উত্তর দেওয়া সম্ভব নয়। তৃণমূল আইন না জেনে মিথ্যা দাবি করছে। 

আরও পড়ুন-করোনায় মৃত ‘প্রদীপ ডাক্তারে’র বিল ১৮ থেকে ৩.৬০ লক্ষ টাকা‍ কমালো মেডিকা

এর আগে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে একই অভিযোগ নিয়ে আসা হয়। অভিযোগ এনেছিলেন বিজেপি বহিষ্কৃত নেতা অশোক সরকার। তিনি অভিযোগ করেছেন, ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময় মিথ্যা দাবি করেছেন। তিনি দাবি করেছিলেন, ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজ থেকে তিনি পাশ করেছিলেন। দিলীপ ঘোষের এই অভিযোগ মিথ্যা বলেও অশোক সরকার সেই সময় অভিযোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *