মেলেনি অ্যাম্বুলেন্স, পায়ে হেঁটে হাসপাতাল! ৩ ঘণ্টা পথে পড়ে রোগীর মৃতদেহ

মেলেনি অ্যাম্বুলেন্স, পায়ে হেঁটে হাসপাতাল! ৩ ঘণ্টা পথে পড়ে রোগীর মৃতদেহ

 

বারাসত: বনগাঁর পর এবার উত্তর ২৪ পরগনার দত্তপুকুর৷ বামনগাছিতে অ্যাম্বুলেন্স না পেয়ে হেঁটে হাসপাতালে যেতে গিয়ে করোনা সন্দেহ এক রোগীর মৃত্যুর অভিযোগ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দত্তপুকুরের বামনগাছি এলাকায়৷

অভিযোগ, ন’দিন আগে ওই ব্যক্তির করোনা পরীক্ষা করা হলেও রিপোর্ট আজ সন্ধ্যায় পাওয়া গিয়েছে৷ রিপোর্ট যদিও নেগেটিভ৷ বিমল সানি নামের ৫৫ বছরের ওই ব্যক্তি জ্বর-শ্বাসকষ্টে ভুগছিলেন৷ নতুন করে সমস্যা শুরু হওয়ায় তিনি আজ শেষ পর্যন্ত আশা কর্মীদের খবর দেন৷ তাঁরা গুরুত্ব না দেওয়ায় হাসপাতালে যাওয়ার জন্য তিনি অ্যাম্বুলেন্সের খোঁজ করেন বলে অভিযোগ৷ তা না পেয়ে শেষ পর্যন্ত নিজেই হেঁটে বারাসাত হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন৷

কিছুদুর যাওয়ার পর রাস্তায় পড়ে ওই রোগীর মৃত্যু হয়৷ প্রায় তিন ঘণ্টা রাস্তায় মৃতদেহ পড়ে থাকার পর পুলিশ দেহটি উদ্ধার করে৷ এর আগে বনগাঁ মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্সে উঠতে না পেরে রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে৷ গোটা রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ে বিতর্ক৷ তদন্ত কটিমিট গঠন হলেও তার ফলাফল এখনও অধরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 7 =