মেয়েরা জাতির সম্পদ, কন্যাশ্রী দিবসে বার্তা মুখ্যমন্ত্রীর

মেয়েরা জাতির সম্পদ, কন্যাশ্রী দিবসে বার্তা মুখ্যমন্ত্রীর

c14c2aa4ae38952edde9eefed7339960

কলকাতা: আজ কন্যাশ্রী দিবস৷ স্কুল শিক্ষার বিভিন্ন স্তরে ছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ২০১৩ সালে কন্যাশ্রী প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ সপ্তমবর্ষ৷ কন্যাশ্রী দিবসে টুইট করে রাজ্যবাসীকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট বার্তায় জানিয়েছেন, এখনও পর্যন্ত ৬৭ লক্ষ ছাত্রী এই প্রকল্পে উপকৃত হয়েছে৷  ইতোমধ্যে অনন্য এই প্রকল্প সেরা হিসেবে রাষ্ট্রসংঘের প্রথম পুরস্কার লাভ করেছে৷ মেয়েদের তিনি জাতির সম্পদ বলে উল্লেখ করেছেন৷ বলেছেন, তাঁদের জন্য সকলে গর্বিত৷

অন্যদিকে আজ কন্যাশ্রী দিবস উদযাপন করেছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন৷ প্রশাসনের উদ্যোগে জেলা পরিক্রমা করতে বিশেষ ট্যাবলোর ফ্ল্যাগ অফ করলেন মুর্শিদাবাদের জেলা শাসক জগদীশ প্রসাদ মীনা-সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা৷ আজ সকালে বহরমপুরে জেলা প্রশাসনিক ভবন থেকে বিশেষ এই ট্যাবলোর পথ চলা শুরু হয়৷

বাল্যবিবাহ বোধে এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে এই প্রকল্পে ১৩ থেকে ১৯ বছরের স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রীদের রাজ্য সরকারের তরফে বার্ষিক অনুদান ও এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *