বঙ্গ রাজনীতিতে বেনোজির ‘ঐক্য’! এক মিছিলে তৃণমূল-বিজেপি-বাম-কংগ্রেস

বঙ্গ রাজনীতিতে বেনোজির ‘ঐক্য’! এক মিছিলে তৃণমূল-বিজেপি-বাম-কংগ্রেস

দুর্গাপুর: বঙ্গ রাজনীতিতে বেনোজির ঐক্যের নজির করল পশ্চিম বর্ধমান৷ দল-মত ভুলে এবার রাজপথে একযোগে মিছিলে সামিল তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও বামফ্রন্টের জেলা নেতৃত্ব৷ বিধায়ক থেকে শুরু করে জেলা সভাপতি, মণ্ডল সভাপতি ও স্থানীয় নেতৃত্ব হাঁটলেন মিছিলে৷ এক সঙ্গে পায়ে পা মিলিয়ে একই ইস্যুতে তুলে ধরলেন তাঁদের প্রতিবাদ৷ বর্ধিত স্কুল ফি প্রত্যাহারের প্রতিবাদ জানিয়ে অভিভাবকদের সঙ্গে জনপ্রতিনিধিদের এহেন প্রতিবাদ মিছিল বাংলার রাজনীতিতে নতুন অধ্যায় বলে মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ৷

স্কুলে ফি বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস নেতৃত্বের বেনোজির ঐক্যের মিছিল দেখল দুর্গাপুর৷ মিছিলে ছিলেন আইএনটিইউসির জেলা সভাপতি৷ মিছিলে হাঁটেন বিজেপির জেলা সভাপতি থেকে শুরু করে সিপিএম বিধায়ক৷ মিছিলে হাজির হয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতিও৷ গান্ধীমোড় থেকে দুর্গাপুর মহকুমা শাসকের দফতরে পর্যন্ত বিশাল মিছিল করে দুর্গাপুর অভিভাবক ওয়েলফেয়ার সোসাইটি৷ অভিভাবকদের ওই মিছিলে অংশগ্রহণ করেন জনপ্রতিনিধিরাও৷

দলগতভাবে নয়, অভিভাবকদের ডাকে সাড়া দিয়ে মিছিলে অংশগ্রহণ করেছি, প্রতিক্রিয়া জানিয়েছেন নেতৃত্ব৷ এক মিছিলে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেসের অংশগ্রহণে নতুন নজির দুর্গাপুরে৷ স্কুল ফি প্রত্যাহারের দাবিতে দুর্গাপুরে বঙ্গ রাজনীতির নতুন অধ্যায়ে দেখে, অনেকেই বলছে, যদি অধিকাংশ ইস্যুতে এই চার দলের সহঅবস্থান বজায় থাকে, তাহলে জনতার মঙ্গল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 16 =