কলকাতা: করোনা আবহে দেশের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কলকাতার রেড রোডে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে অংশ নিলেন৷ করোনা বিধি মাথায় রেখে এবারের কুচকাওয়াজ অনুষ্ঠান অনেক সংক্ষিপ্ত ভাবে পালন করা হয়৷ সংক্রমণের আশঙ্কায় প্লাস্টিকজাতীয় পোশাক পরে থাকা ২৭ জন করোনা জয়ীকে স্মানিত করেন মুখ্যমন্ত্রী৷
এবার প্রথম রেড রোর্ডে ৭৪তম স্বাধীনতা দিবসে সাধারণ মানুষ অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারেননি৷ সামাজিক দূরত্ব-সহ সবধরনের স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে অনুষ্ঠানে পুলিশ ব্যান্ডের সঙ্গে মুখ্যমন্ত্রী এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন৷ এরপরে তিনি ১০ জন আইপিএস, চিকিৎসক-নার্স সাফাই কর্মী-সহ ২৭ জন করোনা জয়ীকে বিশেষভাবে সংবর্ধিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সস্মান পাওয়া প্রত্যেক ব্যক্তিকে প্লাস্টিকজাতীয় বিশেষ পোশাক পরানো হয়৷ দূরত্ব বিধি রেখে একে একে তাঁদের সম্মান জানান মুখ্যমন্ত্রী৷
অনুষ্ঠানে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তর, কলকাতা ও রাজ্য পুলিশ-সহ মোট ৪টি ট্যাবলো এদিনের অনুষ্ঠানে অংশ নেয়৷ যা বিগত বছরগুলির তুলনায় সব থেকে কম৷ অনুষ্ঠানের সূচনায় মুখ্যমন্ত্রী প্রথমে নেতাজির মূর্তিতে মালা দিয়ে এবং পরে পুলিশ মেমোরিয়ালে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী৷