কলকাতা: তৃণমূল ছেড়ে যাওয়া মুকুল রায় তৃণমূলে ফিরছেন কিনা সেই নিয়ে কয়েকদিন ধরে রাজনৈতিক আলোচনা তুঙ্গে। শুক্রবার তাতে নতুন মাত্রা যোগ করলেন সদ্য নিযুক্ত তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
কুণাল ঘোষ কয়েকদিন আগে তৃণমূলের মুখপাত্র হিসাবে নিযুক্ত হয়েছেন। সম্প্রতি বেশ কয়েকজন তৃণমূল ছেড়ে যাওয়া সদস্য আবারও দলে ফিরেছেন। সেই তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ডানহাত তথা বর্তমানে বিজেপি নেতার নাম ঘিরে তৈরি হয়েছে জল্পনা৷ খবর রটেছে, তিনিও ফিরতে পারেন তৃণমূলে! শুক্রবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এই বিষয়ে বলেন, ‘‘মুকুলবাবুকে দলের আলোচনা হয়েছে কিনা তা নিয়ে অনেকেই নানা কথা বলেছেন। কিন্তু মুকুল বাবু নিজের নাতনির মাথায় হাত রেখে বলুন না, যে তিনি ফিরতে চাওয়ার কথা বলেছেন কি না৷’’
কয়েকদিন আগেই দেখা গিয়েছিল, মুকুল রায় দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় বৈঠকে অংশ গ্রহণ না করে কলকাতায় ফিরে আসেন। এবিষয়ে তাঁকে জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন, চোখের অসুবিধার কারণে তিনি বৈঠকে অংশ নিতে পারেননি। সম্প্রতি কুণালে'র এই ইঙ্গিতের কথায় মুকুল বলেছেন, “তৃণমূলের মুখপাত্রের কথায় কি বা জবাব দেব!” তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এ ব্যাপারে যা বলার তিনি সাংবাদিক বৈঠকে আগেই বলে দিয়েছেন৷ তাই নতুন করে কিছু বলার নেই৷ অর্থাৎ মুকুল রায় সরাসরি কুণালের কথা অস্বীকার করেছেন৷
কুণাল জানিয়েছেন, সম্প্রতি অনেকেই আবার দলে ফিরছেন, সেক্ষেত্রে মুকুল বাবুর ফিরে আসা স্পষ্ট হলে দল অবশ্যই আলোচনা করবে৷ তবে কুণাল এও জানিয়েছেন, মুকুলের ফেরা না ফেরা নিয়ে বর্তমান রাজনৈতিক অবস্থানে দলের ওপর কোনও প্রভাব সৃষ্টি হবে না৷