খরচের বহর কমিয়ে নয়া ‘রোড ম্যাপ’ রাজ্যের, মিলবে সুফল?

খরচের বহর কমিয়ে নয়া ‘রোড ম্যাপ’ রাজ্যের, মিলবে সুফল?

 

কলকাতা: তাণ্ডব চালিয়ে বাংলা থেকে দূর হয়ে গিয়েছে আমফান৷ হত্যালীলা চালিয়ে যাচ্ছে করোনা৷ কফিন থেকে উঠেছে এসেছে স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার চেহারা৷ সামনে আবার নির্বাচন৷ ত্রিপলা চাপের কাছে কার্যতর নাজেহার অবস্থা৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে এবার আয় বুঝে ব্যয়ের দিকে ঝুঁকছে সরকার৷ ত্রিফলা ধাক্কা সামলে হিসেব কষে ‘উন্নয়নে’র পথ খুঁজতে রাজ্যের প্রধান প্রশানিক ভবনে থাকা কর্তারা৷ আর তার জেরে আয়ের সঙ্গে সাযুজ্য রেখে উন্নয়নমূলক পরিকল্পনার ‘রোড ম্যাপ’ও তৈরি করেছে নবান্ন৷

খবরে প্রকাশ, বাড়তি খরচের বোঝা কমিয়ে উন্নয়নে জোর দেওয়া হচ্ছে৷ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচনের রাস্তায় হাঁটছে সরকার৷ নতুন প্রকল্প থেকে মন্ত্রী-আমলাদের অপ্রয়োজনীয় ভ্রমণেও থাকছে কড়াকড়ি৷ সরকারি বৈঠকেও আয়োজনে নিয়ন্ত্রণ আনা এখন জরুরি হয়ে পড়েছে৷ নিতান্ত জরুরি প্রয়োজন ছাড়া  কোষাগারে হাত দেওয়া ঝোঁক কমানো হচ্ছে বলে খবর৷ নির্দিষ্ট হয়েছে দফতরের নির্দিষ্ট খরচের পরিমাণ৷ নির্মাণকাজের সঙ্গে যুক্ত ছাড়া ১০ লক্ষ টাকার বেশি খরচে নিষেধ রয়েছে৷

সূত্রের খবর, সেপ্টেম্বর পর্যন্ত এই ধারা বহাল থাকবে৷ তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হতে পারে৷ প্রয়োজনে দীর্ঘমেয়াদি ব্যয় সংকোচন করে নানান পদক্ষেপ গৃহীত হতে পারে৷ তবে কোনও ভাবেই ‘হাতের পাঁচ’ সমাজিক প্রকল্প, যেমন- কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী, খাদ্যসাথী থেকে স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প আগের মতোই চলবে৷ সীমিত ক্ষমতার মধ্যে পানীয় জল সরবরাহ থেকে বনসৃজন, জল সংরক্ষণ থেকে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সহ বেশ কিছু জরুরি পরিষেবামূলক কাজ সচল রাখার নির্দেশ দিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর৷

দীর্ঘ লকডাউনের কারণে থমকে অর্থনীতির চাকা৷ টান পড়ে কোষাগারে৷ নয়া এই ব্যবস্থা ব্যস্তবে কার্যকর হলে কোষাগারের হাল কিছুটা ফিরতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ কেননা মুখ্যমন্ত্রী নিজেও বারবার বলছেন, ‘নো আর্নিং, ওনলি বার্নিং।’ যদিও, এর আগে ব্যয় সংকোচনের একাধিক পদক্ষেপ গ্রহণ করে নির্দেশিকা জারি করেছিল রাজ্য৷ সেই নির্দেশিকার মেয়াদ বাড়িয়ে করা হয়েছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত৷ ফলে, ‘বার্নিং’ ঠেকাতে নয়া কৌশল আদতে কটতা কাজে দেয়, সেদিকে তাকিয়ে আমজনতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =