মহিলাদের পদোন্নতি, যৌনকর্মীদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর

মহিলাদের পদোন্নতি, যৌনকর্মীদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

কলকাতা: স্বাধীনতা দিবসে বাংলার প্রখ্যাত শিল্পীরা গানের মাধ্যমে স্যালুট জানিয়েছিলেন কোভিড যোদ্ধাদের৷ কোভিড যোদ্ধাদের মধ্যে সামিল পুলিশ কর্মীরাও৷ সেই পুলিশকর্মীদের জন্য আজ নবান্নের বৈঠকে একাধিক পরিকল্পনা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সঙ্গে ট্রান্সজেন্ডার ও যৌনকর্মীদের জন্যও বিশেষ ঘোষণা করলেন তিনি৷ 

মুখ্যমন্ত্রী বলেন, পুলিশ শুধু আইন-শৃঙ্খলাই রক্ষা করে না৷ কোভিড পরিস্থিতিতে সামাজিক জাগরণেও বিশেষ ভূমিকা নিয়েছেন তাঁরা৷  কনটেনমেন্ট জোনে মানুষের খোঁজখবর নেওয়া, তাঁদের খাবারও পৌঁছে দেওয়া, হাসপাতালে নিয়ে যাওয়া সবটাই করেছেন পুলিশ কর্মীরা৷ মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলেছেন তাঁরা৷ আর এই কাজ করতে গিয়ে নিজেদের জীবন বিপন্ন করতে হয়েছে তাঁদের৷ কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮ জন পুলিশ কর্মীর৷

তিনি আরও বলেন, করোনা প্যান্ডেমিকের মধ্যেও চলছে রাজনৈতিক সংঘাত৷ থানায় গিয়ে চলছে উপদ্রব৷ পুলিশের সঙ্গে হাতাহাতি বা তাঁদের উপর আক্রমণ চলছে৷ এর জন্যও অনেক পুলিশ কোভিডে আক্রান্ত হচ্ছেন৷ ভারত সরকারের লকডাউন সার্কুলারে পরিষ্কার বলা আছে, এই সময় রাজনৈতিক বা ধর্মীয় সমাবেশ করা চলবে না৷ কিন্তু নানা সমস্যা সামলাতে গিয়ে করোনা আক্রান্ত হতে হয়েছে বহু পুলিশ কর্মীকে৷ এছাড়াও ব্যারাকে একসঙ্গে গাদাগাদি করে অনেকজনকে থাকতে হচ্ছে৷ তাই সংক্রমণ এড়াতে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের জন্য আরও ২০টি নতুন ব্যারাক তৈরির চিন্তাভাবনা নিয়েছে রাজ্য সরকার৷ পুলিশের মধ্যে সংক্রমণ এড়াতে দূরত্ব বিধি মেনে নতুন ব্যারাকগুলি তৈরি করা হবে বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী৷  

আরও পড়ুন- বাংলার পুলিশ বেস্ট! পুলিশ কর্মীদের বড়সড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

 

পুলিশ কর্মীদের ভূয়সী প্রশংসা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের ২৩টি জেলার মধ্যে ১৩টি জেলাই আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ঘেরা৷ এছাড়া বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন মানুষ কর্মসূত্রে এখানে আসেন৷ এত বড় রাজ্যে দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তা অনভিপ্রেত৷ তার জন্য পুলিশকে কাঠগড়ায় তোলা হচ্ছে৷ বাংলায় ১০ কোটি মানুষের বাস৷ এর মধ্যে দুই একটা ঘটনা ঘটে গেলে নিন্দা সমালোচনা, মিথ্যা রটনা করে পুলিশের বদনাম করা হচ্ছে৷ অথচ উত্তরপ্রদেশে, গুজরাত, দিল্লি, বিহার, মধ্যপ্রদেশে কী চলছেস তা দেখা হচ্ছে না৷ এই রাজ্যগুলির সঙ্গে তুলনা করলে বাংলার পুলিশ সবচেয়ে সেরা৷ তিনি আরও বলেন, কলকাতা পুলিশকে অনেক আগে থেকেই তুলনা করা হয় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে৷ কিন্তু আজ তার চেয়েও ভালো কাজ করছে কলকাতা পুলিশ৷ ফলে তাঁদের পরিবারের প্রতি রাজ্য সরকারেরও দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে৷ পুলিশেরও অনেক সমস্যা রয়েছে৷ তারা কোথায় বলবে? সে জন্যই ২০১২ সালে পুলিশের ওয়েলফেয়ার বোর্ড করা হয়েছিল৷ কিন্তু এবার নতুন করে ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের জন্য পুলিশ ওয়েলফেয়ার ডেভলপমেন্ট বোর্ড তৈরি করা হচ্ছে৷ পাশাপাশি প্রতি বছর ১ সেপ্টেম্বর বাংলায় পালন করা হবে পুলিশ দিবস৷  

আরও পড়ুন- চরম রূপ নিল অশান্তি! অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত বিশ্বভারতীর

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ট্রান্সজেন্ডাররা যাতে আগামী বছর জুন মাস পর্যন্ত বিনা পয়সায় ১০০ শতাংশ রেশন পান, সেই পরিকল্পনা নেওয়া হয়েছে৷ আপাতত কুপোন দেওয়া হবে তাঁদের৷ পরবর্তী সময়ে তাঁদের সকলকেই রেশনকার্ড করে দেওয়া হবে৷ পাশাপাশি যৌনকর্মীদেরও রেশনিং ব্যবস্থার মধ্যে নিয়ে আসা হবে৷ 

আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, একতদিন পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ক্যাডার ছিল৷ আলাদা ক্যাডার হওয়ার ফলে প্রমোশনের ক্ষেত্রে সামঞ্জস্য ছিল না৷ এবার থেকে মহিলা ও পুরুষ মিলিয়ে কমন গ্রেডেশন লিস্ট তৈরি করা হবে৷ প্রমোশন হবে লিঙ্গ নির্বিশেষে৷ এতদিন এক সঙ্গে চাকরিতে ঢুকলেও, কেউ সিনিয়র কেউ জুনিয়র হতো৷ এবার সেই বৈষম্য আর থাকবে না৷ ফলে মহিলাদের পদোন্নতির সুযোগ বাড়বে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *