BREAKING: বিশ্বভারতী তাণ্ডবে CBI তদন্তের দাবি, হাইকোর্টে মামলা, অনশন

BREAKING: বিশ্বভারতী তাণ্ডবে CBI তদন্তের দাবি, হাইকোর্টে মামলা, অনশন

কলকাতা: বিশ্বভারতীতে বেলাগাম তাণ্ডবের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা৷ বিশ্বভারতীতে তাণ্ডের ঘটনায় হাইকোর্টের নজরদারিতে তদন্ত চেয়ে আবেদন করা হয়েছে৷ জনস্বার্থ মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী৷ পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে গোটা ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে ১১ দফার প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ সঙ্গে আগামীকাল ১২ ঘণ্টা অনশনের ডাক দেওয়া হয়েছে৷

ইমেল মারফত আবেদন জানিয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মামাল দায়ের করে জানিয়েছেন, বিশ্বভারতীতে কীভাবে বহিরাগতরা ভেতরে ঢুকল? কীভাবে চালানো হল ভাঙচুর? কোথা থেকে নিয়ে আসা হয়েছিল বুলডোজার? গোটা ঘটনার তদন্ত জরুরি বলেও জানানো হয়েছে মামলায়৷ কলকাতা হাইকোর্টের নজরদারিতে তদন্ত চেয়ে করা হয়েছে আবেদন৷ বিশেষ কমিটি গঠন করে তদন্তের আর্জি জানানো হয়েছে৷

অন্যদিকে, তাণ্ডবের ঘটনার প্রতিবাদ জানিয়ে ১১ দফা দাবি পেশ করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ কেন বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে গুচ্ছ মামলা দায়ের হয়েছে, পুলিশ কর্তাদের জানানো সত্ত্বেও হামলার সময় কেন পুলিশ নিষ্ক্রিয় ছিল? গোটা ঘটনায় রাজ্য স্বরাষ্ট্র দফতর ও পুলিশ মন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়েছে৷ গোটা তাণ্ডবের ঘটনায় কড়া প্রক্রিয়া দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ৷

আজ সন্ধ্যায় প্রেস বিবৃতি দিয়ে ১১ দফার দাবি তুলে ধরেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ গোটা ঘটনার দায় তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিতে চেয়ে আবেদন করা হয়েছে৷ তাণ্ডবের ঘটনার নেপথ্যে তৃণমূল বিধায়ক-সহ তৃণমূলের ২ বিদায়ী  কাউন্সিলরের বিরুদ্ধে সরাসরি অভযোগ তোলা হয়েছে৷ যদিও বিশ্বভারতী তরফে করা ১২ নামে এফআইআরের মধ্যে তৃণমূল নেতাদের নাম রয়েছে৷ আজ বিশ্বভারতী কর্তৃপক্ষ অভ্যন্তরীণ বৈঠকে বসে৷ সেখানে পুলিশের নিস্ক্রিয়তা ও নেপথ্যে তৃণমূল বিধায়ক-সহ ২ কাউন্সিলর বিরুদ্ধে সরাসরি অভিযো তোলা হয়েছে৷ গোটা ঘটনার প্রতিবাদ জানিয়ে আগামীকাল ১২ ঘণ্টা অনশন ডাক দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে বুধবার জেলাশাসক বিশ্বভারতী কর্তৃপক্ষকে বৈঠকে বসার ডাকা দিয়েছেন৷ কিন্তু, বৈঠকের আগে বিশ্বভারতীর অনশন কর্মসূচি ঘোষণা আগামীকালের বৈঠক কার্যত নিষ্ফলা হতে চলেছে বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

ইতিমধ্যেই উপাচার্য-সহ আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে৷ করোনা আবহে জমায়েত করার অভিযোগ উঠেছে বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে৷ কিন্তু তৃণমূল বিধায়ক নেতৃত্বে হামলার আগে বিশাল মিছিলে করার বিষয়ে কোনও মামলা দায়ের হয়েছে কি না সে নিয়ে রয়েছে ধোঁয়াশা৷ যদিও পুলিশের তরফে ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মেলার মাঠে পাঁচিল তোলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ৪টি মামলা দায়ের হয়েছে বিভিন্ন অভিযোগের বিভিত্তি৷ সেখানে বিশ্বভারতীর বিরুদ্ধেও রয়েছে মামাল৷ পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ আদালত ধৃতদের ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে৷

পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনায় ইতিমধ্যেই ৫টি মামলা রুজু হয়েছে৷ বিশ্বভারতীর ঠিকাদারকে মারধর করার অভিযোগ তুলে বোলপুর ব্যবসায়ী সমিতি বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ৷ একইভাবে মহিলা আশ্রমিককে হেনস্থার ঘটনায় বিশ্বভারতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে৷ এছাড়া, করোনা আবহে জমায়েত করায় দায়ে উপাচার্যের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ৷ রাস্তা বন্ধ করে স্থানীয়দের হেনস্থা করার ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃবপক্ষের বিরুদ্ধে৷ আর এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহারের দাবি জানিয়ে খোদ স্বরাষ্ট্র দফতরের হস্তক্ষেপ চাওয়া হয়েছে৷ হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে সরাসরি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =