সরকারি কর্মচারী সংগঠনে উধাও অধিকারীর আধিক্য! তৃণমূলের কমছে গুরুত্ব!

বেশ কিছুদিন ধরে শুভেন্দু অধিকারীর বিজেপি যোগ দিতে পারেন বলে জল্পনা দেখা দিচ্ছে। সেই জল্পনাকে উসকে দিয়ে একের পর এক সরকারি অনুষ্ঠান এড়িয়ে চলেছেন তিনি। এবার তৃণমূলের অভ্যন্তরে তার গুরুত্ব কমিয়ে দেওয়া হয়েছে। রাজ্য কর্মচারী ফেডারেশনের মেন্টরের পদ থেকে তাঁকে সরানো হল বলে জানা গিয়েছে। 

 

কলকাতা:  বেশ কিছুদিন ধরে শুভেন্দু অধিকারীর বিজেপি যোগ দিতে পারেন বলে জল্পনা চলছিল নান মহলে৷ ওই জল্পনার আহবে একের পর এক সরকারি অনুষ্ঠান এড়িয়ে চলেছেন তিনি৷ এবার তৃণমূলের অভ্যন্তরে তাঁর গুরুত্ব আরও খানিকটা কমিয়ে দেওয়া হয়েছে৷ রাজ্য কর্মচারী ফেডারেশনের মেন্টরের পদ থেকে তাঁকে সরানো হল বলে জানা গিয়েছে৷

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও মেলেনি নিয়োগ, অনিশ্চিত হবু শিক্ষকদের ভবিষ্যৎ

মঙ্গলবার তৃণমূল ভবনে রাজ্য সভাপতি সুব্রত মুখোপাধ্যায় ও মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি বৈঠক হয়৷ সেখানে রাজ্য কর্মচারী ফেডারেশনের মেন্টরের পদ থেকে শুভেন্দু অধিকারীকে সরানো হয়৷ দীর্ঘদিন ধরে রাজ্য কর্মচারী ফেডারেশনের কোনও সভায় অংশ নিচ্ছিলেন না বলে জানা গিয়েছে৷ তাঁর বদলে দিব্যেন্দু রায়কে বসানো হয়েছে বলে জানা গিয়েছে। নতুন কমিটি গঠন করা হয়েছে তৃণমূলের তরফে জানানো হয়েছে। 

আরও পড়ুন- বিশ্বভারতীর ‘এক টাকার ডাক্তারে’র মূর্তিতে কালী, ফের বেপরোয়া তাণ্ডব!

বেশ কিছুদিন ধরে রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে পারেন বলে গুঞ্জন ভেসে আসছে। তবে নন্দীগ্রামের নায়ককে হারাতে চাইছিল না তৃণমূল। কিন্তু বার বার নানা ঘটনা শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের জল্পনাকে ইসকে দিয়েছে৷  তিনি বার বার সরকারি অনুষ্ঠান এড়িয়ে গিয়েছেন৷ তৃণমূল এই ধরনের ঘটনা যে একেবারেই পছন্দ করছে না, তা চিঠি লিখে জানানো হয়। এরই মধ্যে রাজ্য কর্মচারী ফেডারেশনের মেন্টরের পদ থেকে সরানোর ঘটনা নতুন করে জল্পনার সৃষ্টি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *