করোনা রুখতে বাংলাকে ভূয়সী প্রশংসা রাষ্ট্রসংঘের, ফের সম্মানিত রাজ্য

করোনা রুখতে বাংলাকে ভূয়সী প্রশংসা রাষ্ট্রসংঘের, ফের সম্মানিত রাজ্য

7828af099d1b9065a3b8d4d5ff373243

কলকাতা: করোনা রুখতে ব্যর্থ রাজ্য সরকার৷ চিকিৎসা পরিষেবা থেকে লকডাউন বিধি পালন, রাজ্যের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ উঠেছে বিরোধী শিবির থেকে৷ এবার সেই অভিযোগ উড়িয়ে করোনা মোকাবিলায় রাজ্য সরকারকে ভূমিকায় প্রশংসায় করল খোদ রাষ্ট্রসংঘ অনুমোদিত শক্তি পরিষদ৷ মহামারীর সময় বাংলার সরকারের নানান পদক্ষেপ প্রসঙ্গেও ভূয়সী প্রশংসা করেছে শান্তি পরিষদ৷

রাষ্ট্রসংঘের তরফে রাজ্যকে শংসাপত্র পাঠিয়ে প্রশংসা করা হয়েছে৷ জটিল পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের ভাবমূর্তি নিয়ে রাষ্ট্রসংঘের পাঠানো ‘সিম্বল অফ গ্র্যাটিটিউড’ শংসাপত্রে সাধুবাদ জানানো হয়েছে৷ রাষ্ট্রসংঘের শান্তি পরিষদের সদর দফতর জাপানে৷ সেখান থেকেই রাজ্যের মন্ত্রী নির্মল মাজিকে ইমেল সেই বার্তা পাঠানো হয়েছে৷ সেখানে সাফ উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার করোনার মতো গুরুতর পরিস্থিতি সামলাতে দারুণ ভূমিকা পালন করেছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য নেতৃত্বে রাজ্যবাসী নিরাপদে রয়েছেন৷

পশ্চিমবঙ্গ সরকারে ভূমিকা প্রশংসার প্রতীক হিসেবে শংসাপত্র তুলে দিতে পেরে তারা গর্বিত বলেও উল্লেখ করা হয়৷ একই সঙ্গে চিকিৎসক নির্মল মাজির ভূমিকাকেও প্রশংসা করা হয়েছে৷ জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের স্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে৷ এই ভালো কাজের জন্য রাজ্যের প্রতিনিধিদের জাপানে আমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্র সংঘের তরফে৷ সম্প্রতি রাজধানীতে ৬৬তম স্কচ সামিটে স্কচ ফাউন্ডেশনের তরফে রাজ্যের একাধিক সরকারি প্রকল্পকে পুরস্কৃত করেছে৷ রাজ্য  সরকারের অভিযোগ সেল পেয়েছে প্ল্যাটিনাম পদক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *