কলকাতা: ফের চাপের মুখে সদ্য তৃণমূলের রাজ্য কমিটিতে নাম লেখানো ছত্রধর মাহাতো৷ এনআইএ ছত্রধর মাহাতোর বিরুদ্ধে তদন্ত করতে শুরু করেছে বলে খবর৷ এনআইএ যাতে ছত্রধর মাহাতোর বিরুদ্ধে তদন্ত না করে, সেই কারণে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি৷ তবে হাইকোর্টের তরফে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি৷ পরবর্তী শুনানি সেপ্টেম্বরের একটি দিন ধার্য করা হয়েছে বলে জানা গিয়েছে৷
আরও পড়ুন- বিশ্বভারতী-তাণ্ডব: শাস্তির কোপে ৪ পুলিশকর্মী, ‘রাজায়-রাজায় যুদ্ধে’র জের?
জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতো। তবে এখন জঙ্গলমহলে তৃণমূলের ভরসা। তাঁর বিরুদ্ধে এনআইএয়ের তদন্তের আবেদন খারিজ করে ছত্রধর মাহাতোর আইনজীবী আদালতের দ্বারস্থ হয়েছিলেন৷ ছত্রধর মাহাতোর আইনজীবী জানিয়েছিলেন, ছত্রধর মাহাতো এখন জঙ্গমহলে রয়েছে৷ তাই করোনা আবহে বারবার কলকাতার এনআইয়ের দফতরে যাওয়া সম্ভব নয়৷ তবে এনআইএ যদি জঙ্গলমহলে এসে তদন্ত করেন, সেক্ষেত্রে ছত্রধর মাহাতো তাঁদের সাহায্য করতে পারবেন৷ অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর আদালতকে জানান, জঙ্গলমহলে ক্যাম্প করে এনআইএ তদন্তকারীরা এই কাজ করবেন৷ এতে কেন্দ্রীয় তদন্ত এজেন্সির কোনও সমস্যা নেই৷
আরও পড়ুন- কর্মী ছাঁটাই, বেতন বন্ধের প্রতিবাদ-বিদ্রোহে কাঁপাল শ্রম কমিশনের দফতর
চলতি বছরের শুরুর দিকে ছত্রধর মহাতো জেলবন্দি জীবন থেকে মুক্তি পান৷ আর তখনই বাঁশপাহাড়িতে রাজধানী এক্সপ্রেসকে পণবন্দি করা ও সিপিএম নেতা দীপক পাহাড়িকে খুনেক তদন্তের ভার স্বরাষ্ট্র মন্ত্রক এনআইএকে দেয়৷ এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে সরাসরি কোনও মন্তব্য করা হয়নি৷