কলেজে ভর্তির জট কাটাতে ‘বাংলার উচ্চশিক্ষা’ পোর্টাল আনল রাজ্য সরকার

কলেজে ভর্তির জট কাটাতে ‘বাংলার উচ্চশিক্ষা’ পোর্টাল আনল রাজ্য সরকার

 

কলকাতা:  করোনা পরিস্থিতিতে বন্ধ রয়েছে স্কুল-কলেজ৷ অনলাইনেই চলছে স্নাতক স্তরে আবেদন ও ভর্তির প্রক্রিয়া৷ এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের সুবিধার্থে, তাঁদের কাছে কলেজের যাবতীয় খুঁটিনাটি তথ্য পৌঁছে দিতে নয়া পোর্টাল চালু করল রাজ্য সরকার৷ এই পোর্টালের নাম দেওয়া হয়েছে ‘বাংলার উচ্চশিক্ষা’৷ বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় টুইট করে খবরটি জানান৷ 

আরও পড়ুন- গণেশ পুজোর আগে পরপর ২ দিন লকডাউন, পুজোর আয়োজন নিয়ে চিন্তিত বাংলা

 

শিক্ষামন্ত্রী টুইট করে বলেন, ‘‘এই কঠিন সময়ে, বাংলার সকল ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে ‘বাংলার উচ্চশিক্ষা’ পোর্টাল তৈরি করা হল। এই ইন্টারঅ্যাকটিভ পোর্টালে কলেজে ভর্তির যাবতীয় তথ্য পাওয়া যাবে৷ আমি নিশ্চিত যে পড়ুয়াদের এই পোর্টাল খুবই সাহায্য করবে।”  সেইসঙ্গে পোর্টালের লিঙ্কও নিজের টুইটারে পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী। 

এই পোর্টালে মূলত, রাজ্যে কোন জেলায় কত কলেজ রয়েছে তার বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। রয়েছে ভর্তি প্রক্রিয়ার বিবরণ৷ শুধু স্নাতক স্তরের কলেজ নয়, ইঞ্জিনিয়ারিং কলেজের তথ্যও রয়েছে এই পোর্টালে। এছাড়াও বর্তমানে রাজ্যের বিভিন্ন স্কলারশিপ ও কন্যাশ্রী সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে এখানে৷ এই পোর্টাল চালু হওয়ায় ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও সুবিধা হবে বলেই মনে করছেন শিক্ষাবিদদের একাংশ। 

আরও পড়ুন- সামনে থেকে মৃত্যুকে দেখলাম, করোনা হারিয়ে উপলব্ধি মন্ত্রী স্বপন দেবনাথের

১০ অগাস্ট থেকেই রাজ্যে বিভিন্ন কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ কলেজে আবেদনের জন্য ফি আগেই মুকুব করা হয়েছিল৷ কোভিড পরিস্থিতিতে কলেজ-বিশ্ববিদ্যালয়ে অনলাইন ফর্ম ফিলাপের জন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনও রকম ফি নেওয়া যাবে না বলে গত সপ্তাহেই জানিয়ে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী৷ তিনি সাফ জানিয়ে দেন, সরকারি বা সরকার পোষিত কলেজগুলিতে অনলাইনের ফর্ম ফিলআপ এবং প্রসপেক্টাস বাবদ কোনও অর্থ  নেওয়া যাবে না৷ এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ুয়াদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গী নিয়েই চলবে রাজ্য সরকার৷ উল্লেখ্য, আবেদন ফি মকুব করা হলেও, ভর্তির ক্ষেত্রে এখনও ফি মকুব করা হয়নি৷ লকডাউন ও আম্পান পরবর্তী বাংলায় কলেজে ভর্তির ফি মকুবের দাবি জানিয়েছে কয়েকটি বাম ছাত্র সংগঠন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =