মুর্শিদাবাদ: এখানে টিভি দেখা, ক্যারাম খেলা, কম্পিউটার বা মোবাইলে গান শোনা নৈব নৈব চ৷ মদ বা লটারির টিকিট কেনা-বেচাও এক্কেবারে নিষিদ্ধ৷ এমনই ফতোয়া জারি করেছেন গ্রামের মুরুব্বিরা৷
জি-নিউজের খবর অনুযায়ী, সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের শমসেরগঞ্জের প্রান্তিক এক গ্রামে সম্প্রতি জারি হয়েছে এমনই এক ফতোয়া৷ এই ফতোয়া জারি করেছে গ্রামের সমাজ সংস্কারক কমিটির মাথারা৷
তাঁরা জানিয়ে দিয়েছে, কাউকে এমন কাজ করতে দেখেলে খবর দিন৷ তাহলে মিলবে পুরস্কার৷ অপরাধের ভিত্তিতে জরিমানাও ধার্য করা হয়েছে৷ ৫০০ টাকা থেকে ৭০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে৷ সেই সঙ্গে কান ধরে ওঠ-বস করা কিংবা মাথা ন্যাড়াও করা হতে পারে৷
টিভি দেখা, মোবাইল বা কম্পিউটারে গান শোনার জরিমান ১০০০ টাকা৷ কেরাম খেলার খেসারত ৫০০ টাকা৷ লটারি কেনার জরিমানা ২০০০ টাকা৷ মদ বিক্রির জরিমানা ৭০০০ টাকা৷ এছাড়াও এই অপরাধে অভিযুক্তের মস্তক মুণ্ডন করে সারা গ্রামে ঘোরানোর নিদানও জারি করা হয়েছে৷ লটারির টিকিট বিক্রির অপরাধেও গুণতে হবে ৭০০০ টাকা জরিমানা৷ মাদক সেবনে ২০০০ টাকা৷ সঙ্গে ১০ বার কান ধরে ওঠ-বস৷ গাঁজা কেনার জরিমানাও ৭০০০ টাকা ধার্য করা হয়েছে৷
কমিটির সম্পাদক আজহারুল শেখ অবশ্য এতে অন্যায্য কিছু দেখছেন না৷ চেয়ারে হাঁটু মুড়ে বসে তাঁর নিদান, ‘‘ঘোর অনাচার। আপনি জানেন না, সমাজকে অপরাধমুক্ত এবং সুস্থ রাখতে এ ছাড়া উপায় নেই!’’ কমিটির সভাপতি আব্দুল গফুর বললেন, ‘‘অনাচার রুখতেই ক্যারম খেলা, টিভিতে অপসংস্কৃতি দেখা, মোবাইলে গান শোনার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷’’ এখনই প্রতিবেদন প্রকাশ করেছে সর্বভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজ৷ এই প্রতিবেদন সম্পর্কে আরও জানতে দেখুন-https://zeenews.india.com/india/fatwa-issued-against-watching-tv-music-playing-carrom-in-west-bengals-murshidabad-2304293.html এই লিঙ্কে৷