স্বাধীনতা দিবসে তেরঙ্গা কেক কেটে বিতর্কে তৃণমূল, তোলপাড় নেটপাড়া

স্বাধীনতা দিবসে তেরঙ্গা কেক কেটে বিতর্কে তৃণমূল, তোলপাড় নেটপাড়া

 

মালদা:  স্বাধীনতা দিবসে জাতীয় পতাকার আদলে তেরঙ্গা কেক কেটে বিতর্কে তৃণমূল৷ ঘটনাটি মালদার জেলার রাতুয়ার৷ এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে৷  

জাতীয় পতাকা আমাদের সার্বভৌমত্বের প্রতীক৷ অথচ হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, জাতীয় পতাকার আদলে কেক বানিয়ে তা কেটে উৎসব পালন করল তৃণমূল নেতা নেত্রীর৷ এই ঘটনায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, তেরঙ্গা কেক কেটে স্বাধীনতা দিবস পালন করেছেন মালদা কংগ্রেসের নেতা নেত্রী ও কর্মীরা৷ সেই কেট আবার একে অপরকে খাইয়েও দিচ্ছেন তাঁরা৷ এই ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে কংগ্রেস ও বিজেপি৷ এই ঘটনা জাতীয় পতাকার অবমাননা বলে একযোগে সুর চড়িয়েছেন তাঁরা৷ ভাইরাল ওই ভিডিয়োতে দেখা গিয়েছে শাহনাজ কাদরি, শেখ ইয়াসিং এবং কৃষ্ণ দাসের মতো তৃণমূল নেতাকে৷ 

আরও পড়ুন- অমাবস্যায় ভরাকোটালের প্রবল জলোচ্ছ্বাস, প্লাবিত সাগরের বিস্তীর্ণ এলাকা

এই ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন বিজেপি নেতা খগেন মুর্মূ৷ বিষয়টি অত্যন্ত কুরুচিকর বলে মন্তব্য করেছে বিজেপি৷ সেই সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল নেতাদের শাস্তির দাবিও তুলেছেন তাঁরা৷ অন্যদিকে মালদা কংগ্রেস প্রধান বলেন, জাতীয় পতাকাকে সম্মান করতে জানে না তৃণমূল কংগ্রেস৷ তবে শাহনাজ কাদরির পাল্টা দাবি, তাঁকে বদনাম করার জন্য মিথ্যে রটনা হচ্ছে৷ 

আরও পড়ুন- গণপতির শুঁড় কোন দিকে থাকলে তা বেশি শুভ? কী বলছে শাস্ত্র

যদিও এই ধরনের ঘটনা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন জেলা তৃণমূল নেতা বাবলা সরকার৷ যাঁরাই এই কাজ করে থাকুন না কেন, এটা অত্যন্ত অন্যায়৷ এই কাজের জন্য অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিরোধী নেতারা৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *