ফের ঘনীভূত নিম্নচাপ, টানা ৩ দিন ভারী বৃষ্টির সতর্কতা, শিয়রে দুর্যোগ?

ফের ঘনীভূত নিম্নচাপ, টানা ৩ দিন ভারী বৃষ্টির সতর্কতা, শিয়রে দুর্যোগ?

কলকাতা: একদিকে চলছে করোনার দাপট, অন্যদিকে দু’মাস পরেও দগদগে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবের চিহ্ন৷ ঘূর্ণিঝড় তাণ্ডবের জেরে এখনও জেরবার দক্ষিণ ২৪ পরগনা  ও দুই  মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকা৷ আমফানে ক্ষতিগ্রস্থ জেলাগুলিরবিপদ আরও খানিকটা বাড়িয়ে ফের বাংলার আকাশে চোখ রাঙাতে শুরু করেছে আরও একটি নিম্নচাপ৷ আর তার জেরে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে৷

ফের উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে৷ আর তার জেরে দক্ষিণবঙ্গের বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে৷ সঙ্গে সক্রিয় হয়ে রয়েছে মৌসুমী অক্ষরেখা৷ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ দক্ষিণবঙ্গের পাশাপাশি ওডিশা ও ঝাড়খন্ড, এই ২ রাজ্যে নিম্নচাপের প্রভাব পড়চে পারে বলে আশঙ্কা প্রকাশ হয়েছে৷

নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার কারণে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি সম্ভাবনা তৈরি হয়েছে৷ গোটা দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ অন্যদিকে আগামী বুধবার থেকে উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস মিলেছে৷ দক্ষিণবঙ্গের নদীগুলির জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা৷ উপকূলবর্তী এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে৷ নিম্নচাপের প্রভাব সরাসরি উপকূলবর্তী, দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুর  প্রভাব পরার পারার আশঙ্কা তৈরি হয়েছে৷ ইতিমধ্যেই সর্তকতা হিসেবে মৎস্যজীবীদের সমুদ্র হতে নিষেধ করা হয়েছে৷

কোথায় কেমন বৃষ্টি হতে পারে? আবহাওয়া দফতর জানিয়েছে, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে৷ মঙ্গলবার বৃষ্টির বাড়তে পারে৷ কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে৷ বুধবার বৃষ্টির দাপট বেশি থাকবে পশ্চিমাঞ্চলে৷ আর তার জেরে দক্ষিণবঙ্গের নদীগুলিতে জলস্তর বাড়তে পারে তৈরি হয়েছে আশঙ্কা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 1 =