‘করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না কেন?’ ৩ জেলাকে নিয়ে উদ্বিগ্ন মমতা

‘করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না কেন?’ ৩ জেলাকে নিয়ে উদ্বিগ্ন মমতা

 

কলকাতা:  নবান্নের ভার্চুয়াল বৈঠকে উত্তর চব্বিশ পরগণা জেলার করোনা পরিস্থিতি নিয়ে আরও একবার উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই জেলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না কেন, তা জানতে চান তিনি৷ ‘‘জেলা পরিষদের সভাধিপতি বা বিধয়করা নিজেদের এলাকায় যত্ন নিচ্ছেন তো?’’ প্রশ্ন ছুড়ে দেন মুখ্যমন্ত্রী৷  এমনকী উত্তর চব্বিশ পরগণায় করোনা পরিস্থিতি কেন নিয়ন্ত্রণে আসছে না, তা আরবান ডিপার্টমেন্টের কাছেও জানতে চান তিনি৷ 

আরও পড়ুন- DVC’র জল বাংলায় ঢোকার আগেই পরিকল্পনা, জরুরি নির্দেশ মুখ্যমন্ত্রীর

 

গত কয়েকদিনের পরিসংখ্যানে দেখা গিয়েছে রাজ্যে প্রতিদিন তিন হাজারেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছে৷ আক্রান্তের একটা বড় অংশই উত্তর চব্বিশ পরগণার৷ মুখ্যমন্ত্রী বলেন, প্রতি বছর উত্তর চব্বিশ পরগণাতেই সবচেয়ে বেশি ডেঙ্গু হয়৷ আর এখন সবচেয়ে বেশি করোনা আক্রান্তও এই জেলাতেই৷ তিনি জানান, সংক্রমণ বেশি হলেও এখানে সুস্থ হয়ে ওঠার হার অনেকটাই ভালো, ৭৭.২ শতাংশ৷ কিন্তু আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কেন, তা খতিয়ে দেখতে হবে৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, এটি জনবহুল এলাকা৷ এখানে অনেক জুট মিল রয়েছে৷ জনসংখ্যা অনেক বেশি৷ এই বিষয়টি খেয়াল রাখতে হবে৷ 

আরও পড়ুন- পশ্চিমবঙ্গ সরকার কোথা থেকে মাস্ক কিনছে? প্রশ্ন শুনতে নারাজ ‘স্বচ্ছ’ মুখ্যমন্ত্রী!

 

এর পরেই আক্রান্তের হার সবচেয়ে বেশি রয়েছে হাওড়ায়, ১৩.৭ শতাংশ৷ মমতা বলেন, ‘‘হাওড়া চেষ্টা করছে৷ কিন্তু ওদেরও একই সমস্যা৷ কলকাতার সীমান্তে রয়েছে হাওড়া৷ এটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা৷ এখানে বাইরে থেকে প্রচুর গাড়ি আসে এখানে৷ তবে এখানে সুস্থতার হার ভালো৷’’ এর পরেই রয়েছে হুগলী৷ এবং হুগলীর পর রয়েছে দক্ষিণ চব্বিশ পরগণা৷  

 

প্রসঙ্গত, প্রথম থেকেই উত্তর চব্বিশ পরগণা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন মুখ্যমন্ত্রী৷ গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন আক্রান্তের সংখ্যা ৬৯৬। ফলে মোট আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ২৯ হাজারের গণ্ডি পেরিয়েছে। মৃত্যুর হারও সবচেয়ে বেশি এই জেলাতেই, ২.২ শতাংশ৷ এই জেলাগুলিতে টেস্টিং বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + eleven =