বিশ্বভারতীতে তাণ্ডব, অনুব্রতকে নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

বিশ্বভারতীতে তাণ্ডব, অনুব্রতকে নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা: বিশ্বভারতীতে লজ্জার তাণ্ডব দেখেছে গোটা বাংলা৷ গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন৷ নবান্ন থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, বিশ্বভারতীতে পাঁচিল নির্মাণ হোক, তা তিনি চান না৷ বিশ্বভারতী তাণ্ডবের ঘটনায় সরাসরি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ সরাসরি তোলা হয়েছে সিবিআই তদন্তের দাবি৷ এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা৷

শান্তিনিকেতনে তাণ্ডবের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানায়ে জনস্বার্থ মামলা দাঁড়িয়ে হয়েছে কলকাতা হাইকোর্টে৷ কলকাতা হাইকোর্টের এক আইনজীবী এই মামলা দায়ের করেছেন বলে খবর৷ প্রাথমিক তদন্ত করে ৪ সপ্তাহের মধ্যে রিপোর্ট দিক সিবিআই৷ প্রয়োজনে বিশ্বভারতীর নিরাপত্তার দিক কেন্দ্রীয় বাহিনী৷ স্বাভাবিক পঠন-পাঠনের বিষয়টি নিশ্চিত করতে অবিলম্বে হাইকোর্ট হস্তক্ষেপ করুক৷ এই মর্মে আজ কলকাতা হাইকোর্টের আইনজীবী মামলা দায়ের করছেন৷

তাঁর দাবি, যেহেতু এই মামলায় পুলিশ তেমন কোনও ভূমিকা পালন করেনি, ফলে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে গোটা বিষয়টি তদন্ত করা হোক৷ গোটা ঘটনার পেছনে জমি মাফিয়াদের হস্তক্ষেপ আছে কি না, তাও খতিয়ে দেখা হোক বলেও আর্জি জানানো হয়েছে৷ গোটা মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও তৃণমূল বিধায়ক নরেশ বাউরীকে পক্ষ করে মামলা দায়ের করা হয়েছে বলে কলকাতা হাইকোর্ট সূত্রের খবর৷ আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ যদিও এই মামলা নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল নেতৃত্বের তরফে৷

ইমেল মারফত আবেদন জানিয়েছেন কলকাতা হাইকোর্টের আরও এক আইনজীবী৷ মামাল দায়ের করে জানানো হয়েছে, বিশ্বভারতীতে কীভাবে বহিরাগতরা ভেতরে ঢুকল? কীভাবে চালানো হল ভাঙচুর? কোথা থেকে নিয়ে আসা হয়েছিল বুলডোজার? গোটা ঘটনার তদন্ত জরুরি বলেও জানানো হয়েছে মামলায়৷ কলকাতা হাইকোর্টের নজরদারিতে তদন্ত চেয়ে করা হয়েছে আবেদন৷ বিশেষ কমিটি গঠন করে তদন্তের আর্জি জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − twelve =