পিছিয়ে গেল ভোটার কার্ড সংশোধনের কাজ, আবার শুরু কবে?

সেপ্টেম্বর থেকে ভোটার কার্ড সংশোধন হওয়ার কথা ছিল। কিন্তু করোনা আবহের জন্য তা পিছিয়ে গেল। নভেম্বর থেকে ভোটার কার্ড সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রোনা মহামারীর জেরে রাজ্যে উদ্ভুত পরিস্থিতির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।  জানা গিয়েছে, ১৬ নভেম্বর থেকে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। 

 

কলকাতা:  সেপ্টেম্বর থেকে ভোটার কার্ড সংশোধন হওয়ার কথা ছিল। কিন্তু করোনা আবহের জন্য তা পিছিয়ে গেল। নভেম্বর থেকে ভোটার কার্ড সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। করোনা মহামারীর জেরে রাজ্যে উদ্ভুত পরিস্থিতির কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।  জানা গিয়েছে, ১৬ নভেম্বর থেকে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। 

আরও পড়ুন- ‘পড়াশোনা করতে চাই’, চাইল্ডলাইনে ফোন করে নিজের বিয়ে রুখল নাবালিকা

জানা গিয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর সংশোধনের কাজ শুরু হবে। তখনই নতুন নাম তোলা বা নাম বাতিলের কাজ শুরু হবে। এই কাজ চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। 

আরও পড়ুন- ‘সময় কি কম দিচ্ছ?’ আজ মুখ্যমন্ত্রীর কাছে ধমক খেলেন কারা? তালিকায় বড়কর্তাও

ভোটার কার্ডের নাম তুলতে বা বাদ দিতে, অথবা ঠিকানা বদল করতে পৃথক পৃথক ফর্মে আবেদন করতে হবে। ১৮ বছর পূর্ণ হওয়ার পর ভোটার তালিকায় নাম তুলতে ৬ নম্বর ফর্ম পূরণ করতে হবে। মৃত কোনও ব্যক্তির ভোটার তালিকা থেকে নাম বাতিল করতে ৭ নম্বপ ফর্ম পূরণ করতে হবে। কোনও ঠিকানা পরিবর্তন করতে ৮ নম্বর ফর্ম পূরণ করতে হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *