কলকাতা: চিরাচরিত নিজস্ব ভঙ্গিতেই ফের উন্নয়ন এবং পরিকাঠামো উন্নত করার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় এবং রাজ্যের গ্রামীণ এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা নিয়েও চিন্তিত তিনি। এদিন জেলার বিভিন্ন দফতরকে তার স্পষ্ট বার্তা, ‘নির্বাচন আসবে যাবে, সরকার কিন্তু চলবে।’ নির্বাচনের কথা ভেবে এই ক’মাস কাজে ঢিলেমি বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
এদিন নবান্নে জেলার বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মমতা। একশো দিনের কাজ, গ্রামীণ সড়ক যোজনা এবং আরও বেশ কিছু বিষয় নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের তৎপর হতে বলেন তিনি। এ প্রসঙ্গেই তার উক্তি, ‘নির্বাচন আসবে যাবে, সরকার কিন্তু চলবে, আপনাদেরও কাজ চলবে।‘ এর সঙ্গে তিনি জানিয়ে দেন, উন্নয়নের কাজ কখনও বসে থাকতে পারে না। কাজ তাই অতি দ্রুত শেষ করে ফেলতে হবে বলে নির্দেশ মমতার।
এই বৈঠকে বড় বড় সড়ক নয়, গ্রামের ছোট ছোট রাস্তা বানানো এবং মেরামতের নির্দেশ দিয়েছেন তিনি। জানিয়েছেন, এখন বাজেট বুঝে কাজ করতে হবে, বড় সড়কের কাজ আগেও হয়েছে, আবার পরে হবে, কিন্তু এখন ছোট রাস্তার কাজ চাই। এই কথার পর এক আধিকারিক মুখ্যমন্ত্রীকে জানান, পশ্চিম বর্ধমানের মতো কিছু জেলায় গ্রামীণ রাস্তাঘাটে ভারী যান চলাচলের ফলে বেহাল দশা হচ্ছে। এই কথা শুনেই সঙ্গে সঙ্গে মমতার নির্দেশ, ‘এটা কিন্তু পুলিশকে দেখতে হবে।’ তিনি বলেন, এই কথা এর তাঁর কানে এসেছে। বড় বড় গাড়ি শর্টকাট নেওয়ার জন্য গ্রামের রাস্তার সর্বনাশ করে দিচ্ছে।
মমতার সাফ বার্তা, ছোট রাস্তায় বড় যানবাহন চলতে দেওয়া যাবে না। এরপরেই পুলিশের ডিজিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এই কথা তো আমি আগেও বলেছি। আর কতবার বলতে হবে? এরপর যদি আবার এই শুনি তাহলে কিন্তু ছাড়ব না। কড়া পদক্ষেপ নেব।’ আশা করা যায় মমতার এই কড়া বার্তার প্রতিফলন ঘটবে গ্রামীণ সড়কগুলোয়।