ঝাড়গ্রাম: রাজ্যে করোনা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। কলকাতা শহরের পাশাপাশি অন্যান্য জেলাগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে আশার খবর শোনাল ঝাড়গ্রাম। স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, রবিবার ঝাড়গ্রামে একজনের শরীরেও করোনা সংক্রমণ ধরা পড়েনি৷ সোমবার সামগ্রিকভাবে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা অনেকটা কম ছিল বলেই জানা গিয়েছে৷
আরও পড়ুন- ৭ দিনের মধ্যেই মেটাতে হবে আম্পানে ক্ষতিপূরণের টাকা, নির্দেশ মমতার
সোমবারের বুলেটিনে ঝাড়গ্রামে একজনের শরীরেও করোনা ভাইরাসের জীবানু মেলেনি। প্রথম দিকে ঝাড়গ্রাম গ্রিনজোনে ছিল। কিন্তু রাজ্যের অন্যান্য জেলাগুলির পাশাপাশি ঝাড়গ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। মঙ্গলবারের বুলেটিনে নতুন করে ৬ জনের শরীরে করোনা ধরা পড়েছে৷ রাজ্যে সব থেকে কম একদিনের সংক্রমণ৷ ঝাড়গ্রামে মোট ২০৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে ঝাড়গ্রামে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ৫০ জন। তবে সোমবারের নতুন করে কারও শরীরে করোনা ভাইরাসের জীবানু পাওয়া না গেলেও মঙ্গলবার সংখ্যাটা বেড়েছে৷ তবে জেলাগুলির মধ্যে সব থেকে বেশি করোনা সংক্রমণ হয়েছে উত্তর ২৪ পরগনায়। তবে পুরুলিয়া আগে যা গ্রিন জোন ছিল, সেখানে হঠাৎ করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে বর্ধমান ও আলিপুরদুয়ার। এই দুটো জেলাতে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে।
আরও পড়ুন- শ্রম দফতরকে চাপে রাখলেন মমতা, বললেন ‘ইতিহাস হবে কাল’
অন্য দিকে, রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ভিন রাজ্য থেকে আসা বাসিন্দাদের করোনা চিকিৎসা এই রাজ্যে করা হলেও, আক্রান্তের তালিকায় তাঁদের নাম থাকবে না। ভিন রাজ্য থেকে আসা রোগীদের নাম ঠিকানা ভালো করে নিতে বলা হয়েছে হাসপাতালগুলিকে।