BREAKING: কবে খুলবে স্কুল-কলেজ? রাজ্যে ফের পূর্ণ লকডাউন ঘোষণা মুখ্যমন্ত্রীর

BREAKING: কবে খুলবে স্কুল-কলেজ? রাজ্যে ফের পূর্ণ লকডাউন ঘোষণা মুখ্যমন্ত্রীর

66d28801d4be6e51872ee91356c6333a

 

কলকাতা: লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ৷ পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আরও এক দফায় লকডাউন বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে স্কুল কলেজ বন্ধের সময়সীমা আরও বেশ খানিকটা বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেতেন মুখ্যমন্ত্রী৷ বিশ্বকর্মা পুজোর পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

আজ নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী বলেন, সপ্তাহে তিনদিন বিমান চলাচল করলে আপত্তি নেই৷ দূরত্ব বিধি মেনে লোকাল ট্রেন চলাচলে করলে রাজ্য সরকার আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি৷ স্কুল কলেজ খোলার বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ২০ তারিখ পর্যন্ত সমস্ত স্কুল-কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে৷ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও এক দফায় রাজ্যজুড়ে পূর্ণাঙ্গ লকডাউনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ জানিয়েছেন, আগামী ৭, ১১, ১২ সেপ্টেম্বর রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে৷ ২০  সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে স্কুল কলেজ৷ ৫ সেপ্টেম্বর থেকে স্কুল খোলা সম্ভাবনা তৈরি হলেও তা আপাতত ২০ সেপ্টেম্বর পর্যন্ত তা পিছিয়ে যাচ্ছে৷

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘লকডাউন যেহেতু আমাদের ৩১ তারিখ পর্যন্ত বলা আছে৷ সোমবার লকডাউন রয়েছে৷ তাই এখন যা পরিস্থিতি, পরিস্থিতির উপর সিদ্ধান্ত নিয়ে কারোনা অনেক জায়গায় বাড়তে শুরু করেছে৷ আমাদের রাজ্যে নয়৷ সেই অবস্থায় আমি মনে করি, এখনই লকডাউন পুরোপুরি তুলে নেওয়া ঠিক হবে না৷ আমরা আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত বললাম৷ আমরা আজকের মতো বললাম৷ স্কুল-কলেজ যেগুলি বন্ধ হয়েছে৷ সেগুলি থাকবে৷ কাজকর্ম যেভাবে চলছে, সেভাবেই চলবে৷’’

গণপরিবহন চলিয়ে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী জানান, সামাজিক দূরত্ব মেনে মেট্রো চললে আপত্তি নেই৷ লোকাল ট্রেন চলতে পারে৷ মেট্রো কর্তৃপক্ষ রাজ্য সরকারের সঙ্গে কথা বলতে পারে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷  একই সঙ্গে হটস্পট শহর থেকে সপ্তাহে ৩দিন বিমান চললে আপত্তি নেই বলেও জানিয়েছেন মমতা৷ ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে ৩দিন উড়ানে আপত্তি  না থাকার কথাও জানিয়েছেন মমতা৷ একই সঙ্গে আগামী ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর রাজ্যে পূর্ণ লকডাউনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *