কীভাবে চলবে লোকাল ট্রেন? ভাবনা শুধু রেলের, আপত্তি নেই মমতার

কীভাবে চলবে লোকাল ট্রেন? ভাবনা শুধু রেলের, আপত্তি নেই মমতার

 

কলকাতা: দীর্ঘ লকডাউন কাটিয়ে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে দেশজুড়ে আনলক-৪ শুরু হচ্ছে৷ সেপ্টেম্বরে আনলক-৪ পর্ব শুরু হলেও ওই মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত বাংলায় লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ঘোষণাও করেছেন তিনি৷ কিন্তু তাৎপর্যপূর্ণভাবে, আনলক-৪ পর্বে শর্তসাপেক্ষে লোকাল ট্রেন ও মেট্রো চলাচলে নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেপ্টেম্বর মাস থেকে লোকাল ট্রেন ও মেট্রো চলাচলের বিষয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ৷

আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মেট্রো যদি চালাতে চাই, দূরত্ব বজায় রেখে, লোকাল ট্রেনগুলি যদি তারা আস্তে আস্তে শুরু করে, তবে সব একসঙ্গে নয়৷ হয়তো এক চতুর্থাংশ শুরু করল৷ এই বিষয়ে আমাদের কোনও আপত্তি নেই৷ রেল চাইলে আমাদের সঙ্গে কথা বলতে পারে৷’’

আগামী পয়লা সেপ্টেম্বর থেকে গোটা দেশজুড়ে চালু হচ্ছে আনলক-৪৷ সূত্রের খবর, আনলক-৪ লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা চালু হতে পারে৷ সে ক্ষেত্রে কীভাবে লোকাল ট্রেন চলাচল করবে, তানিয়া ইতিমধ্যেই পরিকল্পনা নিতে শুরু করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ৷ লোকাল ট্রেন চললে, কীভাবে? ভাবনা শুরু করে দিয়েছে রেল৷

সূত্রের খবর, স্টেশনে আপাতত ঢুকতে দেওয়া হবে না হকারদের৷ শহরতলীতে সমস্ত প্ল্যাটফর্মে দোকানগুলি আপাতত বন্ধ রাখা হতে পারে৷ যাতে অকাঙ্খিত ভিড় না তৈরি হয়৷ সব স্টেশনে নাও দাঁড়াতে পারে লোকাল ট্রেন৷ বেশি করে গ্যালপিং ট্রেন চালানোর ভাবনা রয়েছে পূর্ব রেলে৷ আগের মতো শিয়ালদা ডিভিশনের যাত্রী নাও হতে পারে বলে আশঙ্কা করছে পূর্ব রেল কর্তৃপক্ষ৷

লোকাল ট্রেন চলাচলে যাত্রীদের থার্মাল স্ক্যানিং করানো যায় কিনা তা নিয়ে শুরু হয়েছে চিন্তাভাবনা৷ যাত্রী সুরক্ষায় স্টেশনে ঢোকার আগে থার্মাল স্ক্যানিং করার ভাবনাচিন্তা শুরু হয়েছে৷ তবে লোকাল ট্রেন ঠিক কবে থেকে চালু হবে, সেই নিয়ে এখনও কোনও নির্দেশিকা সরকারি হবে না এলেও প্রস্তুতি চলছে৷ মনে করা হচ্ছে, খুব দ্রুত এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করতে পারে স্বরাষ্ট্রমন্ত্রক৷ নির্দেশিকা আসামাত্র যাতে কাজ এগিয়ে নিয়ে যওয়া যায়, তা নিশ্চিত করতে ইতিমধ্যেই পরিকল্পনা বাস্তবায়িত করার চিন্তাভাবনা শুরু করেছে রেল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − six =