কলকাতা: উডল্যান্ডে চিকিৎসার গাফিলতিতে দুই প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালের জরিমানা করল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য কমিশন। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে কমিশন। গত বছর উডল্যান্ডে সন্তানের জন্ম দিতে গিয়ে দুই প্রসূতির মৃত্যু হয়। এরপরেই ওই দুই পরিবার কমিশনের দ্বারস্থ হয়েছিলেন।
আরও পড়ুন- বাংলায় হবে বিপুল কর্মসংস্থান, বিটার প্রকল্পে মন্ত্রিসভার অনুমোদন, ঘোষণা মুখ্যমন্ত্রীর
গত বছর উডল্যান্ডে সন্তানের জন্ম দিতে গিয়ে মৌসুমি মণ্ডল ও পৌলমি ভট্টাচর্য নামে দুই প্রসূতির মৃত্যু হয়। এর মধ্যে মৌসুমি মণ্ডলের যমজ সন্তানের জন্ম দেন। কমিশনের তরফে জানানো হয়েছে, ক্ষতিপূরণের টাকা মা হারা সন্তানদের দিতে হবে। কমিশনের তরফে জানানো হয়েছে, পৌলমীদেবীর সন্তানের নামে পাঁচ লক্ষ টাকা ও মৌসুমী মণ্ডলের সন্তানদের নামে বাকি টাকা ফিক্সড ডিপোজিট করতে হবে। শিশুগুলি প্রাপ্ত বয়স্ক হওয়ার পর ওই ফিক্সড ডিপোজিট ভাঙা যাবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন- করোনাকে বাগে আনতে কলকাতার ওয়ার্ডে শুরু কো-মর্বিডিটি সার্ভে
গত বছর দুই প্রসূতির মৃত্যুর পর তাঁরা স্বাস্থ্য কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। তাঁরা হাসপাতালের গাফিলতির অভিযোগ করেন। এরপরেই স্বাস্থ্য কমিশন তদন্ত শুরু করেন। তদন্তে হাসপাতালের গাফিলতির প্রমাণ পাওয়ার পরেই এই জরিমানা ধার্য করেছেন৷