শিয়ালদহ স্টেশনে তৈরি হবে আধুনিক মল, বেসরকারি সংস্থাকে জমির লিজ

শিয়ালদহ স্টেশনে তৈরি হবে আধুনিক মল, বেসরকারি সংস্থাকে জমির লিজ

কলকাতা: রেলের বেসরকারিকরণ দরজা ধাপে ধাপে খুল দিয়েছে কেন্দ্র৷ বেসরকারি ট্রেন চলাচল থেকে বেশ কিছু স্টেশনে দায়-দায়িত্ব উঠেছে বেসরকারি সংস্থার হাতে৷ এবার শিয়ালদহ স্টেশন চত্বরও চলে যাচ্ছে বেসরকারি সংস্থার হাতে৷ 

জানা গিয়েছে, শিয়ালদহ স্টেশনে তৈরি হবে অত্যাধুনিক মল৷ আন্তর্জাতিক মানের মল তৈরির জন্য স্টেশনের বাইরে ১৪ হাজার বর্গফুট এলাকা ইতিমধ্যেই চিহ্নিত হয়ে গিয়েছে৷ দেশের ব্যস্ততম শিয়ালদহ স্টেশনের বাইরে ১৪ হাজার বর্গফুট জায়গা বেসরকারি সংস্থাকে লিজ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে খবর৷ জমি লিজ দিয়ে মাসে মোটা টাকা আয়ের লক্ষ্যমাত্র রয়েছে পূর্ব রেলের৷ 

শিয়ালদহ ডিআরএম শীলেন্দ্রপ্রতাপ সিং সংবাদমাধ্যমে জানিয়েছেন, বাণিজ্যিকভাবে জায়গা ব্যবহার করা হবে৷ জমি লিজ দিয়ে রেলের আয় বাড়বে৷ করোনা আবহে যাত্রী পরিষেবা বন্ধ থাকায় রেলের আয় কমেছে৷ ফলে, সেই ক্ষতি কমাতে এখন বেশি করে পণ্য পরিবহণে জোর দেওয়া হচ্ছে৷ পাশাপাশি বিকল্প আয় বৃদ্ধির লক্ষ্যে রেলের পড়ে থাকা জমি বাণিজ্যিকভাবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ 

পূর্ব রেল সূত্রে খবর, যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে স্টেশনে সৌন্দর্যায়নের কাজ হয়েছে৷ তৈরি হয়েছে বাগান৷ সিলিং ও দেওয়ালে নকশার করা হয়েছে৷ স্টেশন চত্বর এলইডি আলো লাগানো হয়েছে৷ একাধিক স্টেশনে ট্রেন ও প্ল্যাটফর্মের উচ্চতা যে সমস্যা ছিল, তা মেটানোর কাজ হয়েছে৷ ১০৬টি স্টেশনে উচ্চতার সমস্যা সমাধান হয়েছে৷ ৫৬টি স্টেশনে সংস্কারের কাজ দ্রুত গতিতে চলছে৷ সিসিটিভি ক্যামেরার নজরদারি আরও বাড়ানো হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *