মহিলাদের রাস্তায় ফেলে বাঁশ দিয়ে পেটালেন তৃণমূল নেতা, ভাইরাল ভিডিয়ো

মহিলাদের রাস্তায় ফেলে বাঁশ দিয়ে পেটালেন তৃণমূল নেতা, ভাইরাল ভিডিয়ো

 

গড়বেতা: জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের গড়বেতা৷ দিনেদুপুরে মহিলাদের বাঁশ দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে৷ এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ বুধবার দুপুরে গড়বেতার ১ নম্বর ব্লকের ধাদিকায় ঘটনাটি ঘটে৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷ 

আরও পড়ুন- আজ পূর্ণ লকডাউন, প্রশাসনের উদ্যোগে জনশূন্য রাজ্যের রাস্তাঘাট

 

অভিযুক্ত তৃণমূল নেতা শিবরাম পণ্ডিত গড়বেতার ধাদিকা অঞ্চলের প্রভাবশালী নেতা বলেই পরিচিত৷ জানা গিয়েছে, তাঁর বাড়ির সামনে একটি ফাঁকা জমি রয়েছে৷ সেই জমি দখলকে কেন্দ্র করেই প্রতিবেশীদের সঙ্গে বিবাদের সূত্রপাত৷ জমি দখল নিয়েই প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা বাঁধে তাঁর৷ এর পরেই রাস্তায় ফেলে মহিলাদের বেধড়ক মারধর শুরু করেন শিবরাম৷ তবে পাল্টা মারে জখম হন ওই তৃণমূল নেতা ও তাঁর স্ত্রী৷ দু’পক্ষের সংঘর্ষে জখম হয়েছেন মোট পাঁচ জন। তবে আক্রান্ত মহিলারা পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেননি৷ পুলিশ জানিয়েছে, এই জমিকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল৷ ইতিমধ্যে জমিটি ঘিরে ফেলার চেষ্টা করেন তৃণমূল নেতা শিবরাম পণ্ডিত৷ এই ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষ বাঁধে৷ এই ঝামেলার পর ওই দুই পরিবার নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যা মিটিয়ে নিতে চাইছে বলেই পুলিশ সূত্রে খবর৷  

আরও পড়ুন- শিয়ালদহ স্টেশনে তৈরি হবে আধুনিক মল, বেসরকারি সংস্থাকে জমির লিজ

 

এই ঘটনায় সরব হয়েছে গেরুয়া শিবির৷ বিজেপি নেতা শান্তনু পাল বলেন, জমি দখল করার চেষ্টা করেছিলেন ওই তৃণমূল নেতা৷ তার জেরেই এই বিবাদ৷  স্থানীয় কিছু মানুষের আবার দাবি, ক’দিন আগে কিছু মহিলা ওই তৃণমূল নেতার বাড়িতে আক্রমণ চালায়৷ তৃণমূল নেতা ও  তাঁর পরিবারের সদস্যদের মারধর করেন৷ বুধবার পাল্টা হামলা চালান তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *