শিক্ষক দিবসে উঠবে শিক্ষক বদলির দাবি, ময়দানে নামছে সংগঠন

শিক্ষক দিবসে উঠবে শিক্ষক বদলির দাবি, ময়দানে নামছে সংগঠন

 

কলকাতা: করোনা পরিস্থিতির মধ্যেও শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলির জন্য ধারাবাহিকভাবে লড়াই চালিয়ে যাচ্ছে শিক্ষক সংগঠন ‘অল পোস্ট গ্র্যারজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’। ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন তাঁরা৷ এবার সোশ্যাল মিডিয়ায় নিজেদের দাবি তুলে ধরার পন্থা নিল সংগঠন৷ শিক্ষা দফতরে নিজেদের দাবি দাওয়া পেশ করার পাশাপাশি ই-মেল ও সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে গণআবেদন জানানোর পদক্ষেপ করল শিক্ষক সংগঠনের ট্রান্সফার ইউনিট অল বেঙ্গল ট্রান্সফার ফোরাম৷ 

আরও পড়ুুন- কাজ মেলেনি বাংলায়, মালিকের পাঠানো বাসে তামিলনাড়ুর পথে উত্তরের শ্রমিকরা

 

আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস৷ এই দিনটিকে লক্ষ্য রেখেই রাজ্যের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ট্রান্সফারের দাবিতে ‘গণআবেদন কর্মসূচি’ গ্রহণ করা হয়েছে৷ শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যাতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি নিয়ে সদর্থক ঘোষণা করেন, সেই লক্ষ্যেই এই কর্মসূচি বলে জানানো হয়েছে৷ আগামী ৩০ অগাস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত মেল,  টুইট,  দিদিকে বলো হেল্পলাইন নম্বরে অভিযোগ রেজিস্ট্রার, পোস্টার আবেদন সহ সোশ্যাল মিডিয়ায় ট্রান্সফার প্রক্রিয়া শুরুর দাবি তোলার জন্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের আহ্বাণ জানিয়েছে শিক্ষক সংগঠন। 

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গুলিবিদ্ধ নিরাপত্তারক্ষী, বাড়ছে মমতার নিরাপত্তা

 

দূরত্ব ও অভিজ্ঞতার ভিত্তিতে সাধারণ বদলি এবং আপোষ বদলি শুরুর দাবিতেই এই কর্মসূচি৷ এই কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের সম্পাদক চন্দন গরাই বলেন, ‘‘সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা যাতে ট্রান্সফার বা বদলির সুযোগ পান, সে জন্যই সংগঠন কয়েক মাস ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। করোনা পরিস্থিতি বিবেচনা করে এই গণ-আবেদন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বাড়ি থেকেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করার অনুরোধ করা হয়েছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *