ভারতকে ১৫৫ মিলিয়ন ডলারের মিসাইল-টর্পেডো বেচবে আমেরিকা

ভারতকে এবার হারপুন ব্লক টু মিসাইল ও লাইট ওয়েট টর্পেডো বিক্রি করতে চলেছে আমেরিকা। যার মূল্য ১৫৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ১১৮০ কোটি টাকার কিছু বেশি। সোমবার মার্কিন প্রশাসনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে৷  

ওয়াশিংটন: ভারতকে এবার হারপুন ব্লক টু মিসাইল ও লাইট ওয়েট টর্পেডো বিক্রি করতে চলেছে আমেরিকা। যার মূল্য ১৫৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ১১৮০ কোটি টাকার কিছু বেশি। সোমবার মার্কিন প্রশাসনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে৷

আমেরিকার ‘ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি’ দুটি পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১০টি এজিএম-৮৪এল হার্পুন ব্লক টু মিশাইলের দাম পড়ছে ৯২ মিলিয়ন ডলার৷ অন্যদিকে, ১৬টি এমকে ৫৪ অল আপ রাউন্ড লাইট ওয়েট টর্পেডো এবং তিনটি এমকে ৫৩ এক্সারসাইজ টর্পেডোর দাম পড়বে প্রায় ৬৩ মিলিয়ন ডলার৷ 

পেন্টাগন জানিয়েছে, নিজেদের প্রতিরক্ষা বাহিনীকে আরও শক্তিশালী করতে সম্প্রতি ভারত সরকার আমেরিকার কাছ থেকে ওই অস্ত্রগুলি কেনার জন্য আবেদন জানিয়েছিল৷ এর পরেই ভারতের কাছে অস্ত্রগুলি বিক্রি করার সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন৷ ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হারপুন মিসাইল তৈরি করছে বোয়িং এবং টর্পেডো সরবরাহ করবে রেথিওন৷ 

পেন্টাগন সূত্রে খবর, হারপুন মিসাইল সিস্টেম পি-৮আই বিমানে ব্যবহার করা যাবে যা অ্যান্টি সারফেস ওয়্যারফেয়ার মিশনে ব্যবহৃত হবে৷ অন্যদিকে, ডুবোজাহাজের উপর আক্রমণ হানতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমকে ৫৪ লাইটওয়েট টর্পেডো। ওই মিসাইল ও টর্পেডো সহজেই ব্যবহার করতে পারবে ভারতীয় সেনা। শত্রুদের উপর আঘাত হানতে এই অস্ত্র ভারতীয় সেনাবাহিনীকে বিপুল মদত করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷ পাশাপাশি এই অস্ত্র কেনা-বেচার মাধ্যমে ভারত-মার্কিন কূটনীতিক সম্পর্ক আরও মজবুত হবে বলেই মনে করছে পেন্টাগন৷ 

কিছুদিন আগেই হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট রফতানি নিয়ে আমেরিকার হুমকি শুনতে হয়েছিল ভারতকে৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে হাইড্রক্সিক্লোরোকুইন চেয়েছিলেন৷ সেই সময় ভারতে হাইড্রক্সিক্লোরোকুইন রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷ এই ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে চড়তে থাকে রাজনীতির পারদ৷ পরে অবশ্য ভারত ওষুধ রফতানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় এবং আমেরিকায় হাইড্রক্সিক্লোরোকুইন পাঠায়৷ এর পরই নমোকে ‘গ্রেট’ বলে সম্বোধন করেন ট্রাম্প৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =