২১-এ ভারতবর্ষকে স্বাধীন করবে বাংলা! ভোটের আগে ‘সেই লড়াই’য়ের ডাক মমতার

!

 

কলকাতা: ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উদযাপনের মঞ্চ থেকে ২১-এ স্বাধীনতার লড়াইয়ের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন তিনি বলেন, ছাত্র যৌবন যদি আমাদের সঙ্গে থাকে, তাহলে আমরা এমন ভাবে লড়ব যে আগামী দিনে ভারতবর্ষকে স্বাধীনতা এনে দেবে বাংলা৷ ২১ শে সেই লড়াই হবে৷ যে লড়াই শুধু বাংলার মানুষকে নয়, সারা ভারতবর্ষের মানুষকে স্বাধীনতা ফিরিয়ে দেবে৷ 

আরও পড়ুন-  'পড়াশোনা করুন, তার পরের চিন্তা করবেন না', কর্মসংস্থান নিয়ে ইঙ্গিত মমতার

 

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অনেকেই ভয়ে কথা বলতে পারেন না৷ আমরা কিন্তু কথা বলব৷ তাতে জেলে পাঠালে জেলে যাব৷ আমরা মরতে ভয় পাই না৷ আমরা কাপুরুষ নই৷ যে কাপুরুষ, সে প্রতিদিন মরে৷ আর যে বীরপুরুষ, সে একবার জন্মায়, একবারই মরে৷’’ 

 

তিনি আরও বলেন, মহামারি আমরা রুখে দেব৷ কিন্তু যে রাজনৈতিক মহামারি সৃষ্টি হয়েছে, তা আপনাদের রুখতে হবে৷ করোনা একদিন চলে যাবে৷ কিন্তু করোনাকে কেন্দ্র করে সারা দেশে রাজনৈতিক মহামারির যে তাণ্ডব বিজেপি সরকার তৈরি করেছে, তা বন্ধ করতে হবে৷ কেউ যদি তৃণমূল কংগ্রেসকে তুচ্ছ-তাচ্ছিল্য করে এবং মনে করে মিথ্যে কথা বলে অসম্মানিত করা যাবে, তাহলে সে ভুল ভাবছে৷ 

আরও পড়ুন- ‘ভোটের আগে টাকা পেলে নিয়ে নেবেন, শুধু ভোটটা উল্টে দেবেন’, দাওয়াই মমতার

 

মুখ্যমন্ত্রী জানান, দারিদ্র দূরীকরণ, ১০০ দিনের কাজে, সংখ্যা লঘু স্কলারশিপ দেওয়ার ক্ষেত্রে, স্কিল ডেভলপমেন্টে এক নম্বরে রয়েছে বাংলা৷ ১০ লক্ষ পরিযায়ী শ্রমিকের মধ্য ৭ লক্ষ পরিযায়ীকে ১০০ দিনের কাজে অন্তর্ভুক্ত করা হয়েছে৷ মাত্র কয়েক দিনের মধ্যে ১২ লক্ষ কৃষককে কিষাণ কার্ড দেওয়া হয়েছে৷ যার জন্য বাংলা প্রথম পুরস্কারও পেয়েছে৷ বাংলা এগিয়ে চলে বাংলা থেমে থাকে না৷ ছাত্র যুব সমাজ আমাদের গর্ব৷ তাই এবার থেকে প্রতিবছর ৯ অগাস্ট ছাত্র দিবস হিসাবে পালন করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *