কীভাবে চালু হবে লোকাল ট্রেন পরিষেবা? প্রস্তুতি বৈঠক পূর্ব রেলের

কীভাবে চালু হবে লোকাল ট্রেন পরিষেবা? প্রস্তুতি বৈঠক পূর্ব রেলের

কলকাতা: আগামী পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আনলক-৪৷ শর্তসাপেক্ষে আনলক-৪ পর্বে বেশ কিছু সুযোগ-সুবিধা দিতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ সূত্রের খবর সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরে ছুটতে পারে লোকাল ট্রেন৷ চলতে পারে মেট্রো৷ আর তারই প্রস্তুতি এবার শুরু করে দিল পূর্ব রেল কর্তৃপক্ষ৷

সূত্রের খবর স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে অনুমতি পাওয়ার পর রেল পরিষেবা স্বাভাবিক করতে আরও ৪-৫ দিন সময় লেগে যেতে পারে৷ যে সমস্ত স্টেশনে ট্রেন চলাচল করে, সেই সমস্ত স্টেশনে প্রশাসনের সাহায্য নেওয়ার কথাও ভাবনাচিন্তা শুরু করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ৷ যে সব স্টেশনে বেশি ট্রেন দাঁড়ায়, সেখানে যাত্রীদের থার্মাল চেকিংয়ে সমস্যা হতে পারে৷ যাত্রীদের থার্মাল স্ক্যানিং করানোর কথা ভাবতে শুরু করেছে রেল৷ রাজ্য সরকারের অনুমতির পর কেন্দ্রের ছাড়পত্র পাওয়ার পর কীভাবে পরিষেবা শুরু করা যায়, না নিয়ে শিয়ালদহ ডিভিশনে বৈঠকে রাজ্য প্রশাসনের সহযোগিতা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে ররেল সূত্রে খবর৷

সব ঠিকঠাক চললে কবে থেকে ট্রেন চলাচল শুরু হবে? জবাবে রেলের তরফে জানানো হয়েছে, বিষয়টি কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীন৷ রাজ্য সরকারের সঙ্গে আলোচনা প্রয়োজন৷ তারপর পরিষেবা চালু হবে৷ নতুন করে পরিষেবা চালু হলেও কীভাবে স্বাস্থ্যবিধি মানা হবে? সংবাদমাধ্যমে ডিআরএম শীলেন্দ্রপ্রতাপ সিং জানিয়েছেন, এনিয়ে কেন্দ্র থেকে আদর্শ আচরণবিধি মনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷ তবে শিয়ালদহ ডিভিশনে প্রত্যেক যাত্রীকে অটোমেটিক থার্মাল স্কিনিং করার সিদ্ধান্ত নেওয়া নেওয়া হয়েছে৷ স্টেশনে থাকবে বেশি নিরাপত্তা কর্মী৷ দূরত্ব বজায় রাখার বিষয়টি তাঁরা দেখভাল করলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 14 =