রবীন্দ্রনাথ বহিরাগত? বিজ্ঞপ্তি দিয়ে ব্যাখ্যা দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ

রবীন্দ্রনাথ বহিরাগত? বিজ্ঞপ্তি দিয়ে ব্যাখ্যা দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ

 

শান্তিনিকেতন:  সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বেশ ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক মাথাচাড়া দিয়েছে৷ তার মধ্যে অন্যতম হল রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বহিরাগত’ বলে সম্বোধন৷ কবিগুরুকে ‘বহিরাগত’ বলা নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে৷ এই 'অশ্লীল ও কুরুচিপূর্ণ' মন্তব্যের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর অপসারণের দাবি তুলেছে জাতীয় বাংলা সম্মেলন। সংগঠনের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যাকে গণ-ইমেলও করা হয়েছে। রবীন্দ্রনাথকে কেন ‘বহিরাগত’ বলা হয়েছিল, বিজ্ঞপ্তি জারি করে এবার সেই ব্যাখ্যা দিল বিশ্বভারতী৷ 

আরও পড়ুন- মাত্র ১০ সপ্তাহে ৬৫ হাজার করোনা রোগীকে হাসপাতালে পৌঁচেছে কলকাতার জিপিএস অ্যাম্বুলেন্স

 

বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়েছে, ‘গুরুদেব বহিরাগত ছিলেন’ এই মন্তব্য অনেককেই আঘাত দিয়েছে৷ আমরাও একইভাবে দুঃখিত ও মর্মাহত৷ মর্মাহত কারণ, বাঙালী মমনে একটা ধ্রুবসত্যের বিকৃত ব্যাখ্যা একেবারে মানা যায় না৷ বিশ্বভারতীয় ব্যাখ্যা, ‘‘গুরুদেব ও তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বোলপুর বা বীরভূমের বাসিন্দা ছিলেন না৷ কলকাতার বাড়িতেই তাঁরা লালিত-পালিত হয়েছিলেন৷ এখানে ‘বহিরাগত’ শব্দটি সেই অর্থে ব্যবহার করা হয়েছে৷’’

আরও বলা হয়েছে, যাঁরা বাইরে থেকে বিশ্বভারতীতে শিক্ষকতা বা প্রশাসনিক কাজে আসেন, কিংবা পড়াশোনা করতে আসেন, তাঁদের জন্য এই মন্তব্য উৎসাহব্যঞ্জক৷ কারণ তাঁদের প্রায় সময়ই নানাপ্রকার ব্যঙ্গ বিদ্রুপ শুনতে হয়৷ বীরভূমের বাইরে কিংবা ভারতের অন্য রাজ্য থেকে যাঁরা আসেন, তাঁদের ‘বহিরাগত’ বলে উল্লেখ করা হয়৷ বলা হয়, ‘বহিরাগত’ বলেই তাঁরা বিশ্বভারতীর সংস্কৃতি বা চলা-বলা বুঝতে পারবেন না৷ এই যুক্তি যে একেবারেই ধোপে টেকে না, তা বার্তালাপে লেখা হয়েছে৷ তবুও যাঁরা দুঃখিত তাঁদের জন্য দুঃখ প্রকাশ করেছে বিশ্বভারতী৷ সেইসঙ্গে উপাচার্জের বার্তালাপ আরও একবার পড়ার অনুরোধ জানানো হয়েছে৷ 

আরও পড়ুন- অবশেষে অবস্থান বদল, শর্তসাপেক্ষে পৌষ মেলায় রাজি বিশ্বভারতী

এছাড়াও পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়া নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে৷ সাত পাতার বার্তালাপে পাঁচিল দেওয়ার স্বপক্ষে যুক্তি পেশ করেছেন উপাচার্য।  সরকারি নির্দেশাবলী মেনে এবং জাতীয় আদালতের আদেশ মেনে পৌষমেলা মাঠ ঘেরা হচ্ছে বলেও জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 9 =