পুরসভাকে ১০০০ পিপিই, ৩৫০০ লিটার স্যানিটাইজার দিলেন IMA রাজ্য সম্পাদক

বিশিষ্ট চিকিৎসক তথা রাজ্যসভার সাংসদ ও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক চিকিৎসক শান্তনু সেন এদিন ফিরাহাদ হাকিমের হাতে এই প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে শান্তনু বাবুর পাশাপাশি উপস্থিত ছিলেন ববি হাকিম, বৈশ্বানর চট্টোপাধ্যায়, কলকাতা পুরসভার কমিশনার শ্রী বিনোদ কুমার, দেবাঞ্জন দেব এবং পুরসভার অন্যান্য আধিকারিকেরা।

 

কলকাতা: দেশজুড়ে করোনা ভাইরাস লাফিয়ে বাড়ছে প্রতিদিন। বাংলায় নতুন করে হাজার তিনেক রোগী আক্রান্ত হয়েছেন করোনায়। কিন্তু সস্তির খবর, সুস্থতার হারও বেড়েছে। দু'দিন আগে বিশেষজ্ঞরা দাবি করেছেন, টেস্ট, ট্র্যাক এবং ট্রিট এই তিন 'টি' এর ফলেই সাফল্য আসছে। শনিবার কলকাতা পুরসভার বোর্ড অব অ্যডমিনিস্ট্রেটর’-এর চেয়ারম্যান ফিরহাদ হাকিমের পাশে দাঁড়ালেন চিকিৎসক শান্তনু সেন। তাঁরা ফিরহাদের হাতে ১০০০পিপিই কিট এবং ৩৫০০ লিটার স্যানিটাইজার তুলে দেন আনুষ্ঠানিক ভাবে।

বিশিষ্ট চিকিৎসক তথা রাজ্যসভার সাংসদ ও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক চিকিৎসক শান্তনু সেন, ফিরাহাদ হাকিমের হাতে এই প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে শান্তনু বাবুর পাশাপাশি উপস্থিত ছিলেন ববি হাকিম, বৈশ্বানর চট্টোপাধ্যায়, কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার, দেবাঞ্জন দেব এবং পুরসভার অন্যান্য আধিকারিকেরা।

বিগত কয়েকদিন ধরেই কলকাতা পুরসভা তরফে একাধিক কোভিড পরীক্ষা চালানো হয়েছে। তাতেই করোনা আক্রান্তদের ট্র্যাক করে সঠিক চিকিৎসা করান গিয়েছে। পাশাপাশি পুরসভার একাধিক কর্মী করোনার শিকারও হয়েছেন। তবুও থেমে থাকেনি পুরসভার কাজ। নাগরিক পরিষেবা প্রদানে কলকাতা পুরসভা বদ্ধপরিকর। কো-মরবিডিটি অবস্থায় থাকা মানুষদের সনাক্তকরণের জন্য সম্প্রতি পর্যবেক্ষক কমিটি দ্বারা একটি সমীক্ষা করার কথা ভাবা হয়েছে পুরসভা তরফে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলের একাংশও। তার আগেই শান্তনু বাবুর এই উপহার পুরসভা কর্মীদের যথেষ্ট কাজে সহায়তা দান করবে। বেড়ে ওঠা সংক্রমণের পরিসংখ্যান ক্রমশ বিশেষজ্ঞদের ভাবাচ্ছে। সেক্ষেত্রে এই সমীক্ষার ফলে করোনা আক্রান্তদের ট্র্যাক করা গেলে করোনার ছড়িয়ে পড়া যেমন আটকানো যাবে তেমনই আক্রান্তদের চিকিৎসাও করা যাবে দ্রুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *