চতুর্থ আনলকে লকডাউন নয়, কেন্দ্রের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাইল রাজ্য

চতুর্থ আনলকে লকডাউন নয়, কেন্দ্রের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাইল রাজ্য

 

কলকাতা: আগামী পয়লা সেপ্টেম্বর থেকে দেশে শুরু হচ্ছে ‘আনলক ফোর’। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ‘আনলক ফোর’-এর নির্দেশিকা জারি করা হয়েছে৷ এই পর্বে কনটেনমেন্ট জোন ছাড়া রাজ্যেজুড়ে লকডাউন জারি নিয়ে কেন্দ্রের সঙ্গে পরামর্শ করা বাধ্যতামূলক করা হয়েছে৷ এই নির্দেশিকা পাওয়ার পরই আনলক ফোর-এ কনটেনমেন্ট জোন ছাড়া পূর্ণ লকডাউন প্রসঙ্গে কেন্দ্রের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাইল রাজ্য৷ 

আরও পড়ুন- ‘স্বাস্থ্য সাথী’র সুবিধা প্রত্যাহারের হিড়িক! শিক্ষক বিদ্রোহে সুর চড়াচ্ছে বিজেপির টিচার্স সেল

 

কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও ব্যক্তি বা সামগ্রীর আন্তঃরাজ্য চলাচলে কোনও বাধা নিষেধ থাকবে না৷ এর জন্য আলাদা করে অনুমতি বা ই-পারমিটের প্রয়োজন নেই৷ তবে কি বিমান, ট্রেন সহ সব ধরনের যানবাহনে ছাড়পত্র দেওয়া হল? এই বিষয়টি জানতে চায় রাজ্য৷ কারণ হটস্পট শহরগুলি থেকে সপ্তাহে মাত্র তিন দিন বিমান চলাচলে অনুমতি দিয়েছে রাজ্য সরকার৷ এছাড়াও ২১ সেপ্টেম্বর থেকে রাজ্যে ১০০ জনকে নিয়ে সমাবেশ করা যাবে কিনা, সে বিষয়টিও স্পষ্ট করতে বলা হয়েছে কেন্দ্রকে৷ সামাজিক অনুষ্ঠানে যোগদানে ৫০ জনের ছাড়পত্র দিয়েছে রাজ্য৷ 

 

আগামী সেপ্টেম্বর মাসে ৭, ১১ এবং ১২ তারিখ পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে রাজ্যে৷ মন্ত্রিসভার বৈঠকের পর গত বুধবার সেপ্টেম্বর মাসে তিন দিন লকডাউন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়৷ আগামী ২০ সেপ্টেম্বর পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে৷ কোভিড উপদেষ্টা কমিটির সুপারিশ মেনেই রাজ্যে নির্ধারিত কিছু দিনে পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যে রাজ্যগুলিতে করোনা সংক্রমণ অত্যন্ত বেশি, সেই রাজ্যগুলিতেও এই ফর্ম্যাট মেনে চলা হচ্ছে৷  

আরও পড়ুন- পুরসভাকে ১০০০ পিপিই, ৩৫০০ লিটার স্যানিটাইজার দিলেন IMA রাজ্য সম্পাদক

 

মন্ত্রিসভার বৈঠকে প্রথমে আগামী ৩ এবং ৪ সেপ্টেম্বর পূর্ণ লকডাউন করার কথা বিবেচনা করা হয়েছিল৷ কিন্তু আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বর জেইই মেন পরীক্ষার দিন ধার্য করা হয়েছে৷ এই পরীক্ষা হবে কিনা, তা নিয়ে এখনও দোলাচল কাটেনি৷ বাংলায় ৩৭ হাজার ৯৭৩ জন জেইই পরীক্ষার্থী রয়েছে৷ যার জেরেই ৭ তারিখ লকডাউন ঘোষণা করা হয়৷ রাজ্য সরকারের এক উচ্চ পদস্থ আধিকারিক জানান, পূর্ণ লকডাউন রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে অনেকখানি মদত করেছে৷ এই বিষয়টি কেন্দ্রকে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি৷ 

 

রিপোর্ট অনুযায়ী, ১ অগাস্ট থেকে ৩০ অগাস্টের মধ্যে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ৮ জন৷ উল্লেখযোগ্যভাবে এই সময় সীমার মধ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে মাত্র ৫ হাজার ২৬৷ রাজ্যে করোনায় সুস্থ হওয়ার হার ৮১.৯ শতাংশ৷ যেখানে সারা দেশে করোনায় সুস্থতার হার ৭৬.৬ শতাংশ৷ বাংলায় মৃত্যুর হারও অনেকটাই কমে গিয়েছে৷ রবিবার রাজ্যে মৃত্যুর হার ছিল ১.৯ শতাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =