করোনা-কালে করম পরব, নমো নমো করে সাঙ্গ উৎসব

প্রতিবছর ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে আদিবাসী সম্প্রদায়ের পবিত্র উৎসব করম পরব অনুষ্ঠিত হয়ে থাকে। করম পরব আদিবাসী সম্প্রদায়ের একটি কৃষি ভিত্তিক ঐতিহ্যবাহী উৎসব। করম পূজা মূলত করম দেবতার পূজা, যিনি শক্তি ও যৌবন, সুখ ও শান্তি এবং  সমৃদ্ধির  প্রতীক। করম অর্থাৎ কদম গাছের ডাল এই করম দেবতার প্রতীক, তাকেই পুজো করা হয়ে থাকে।

বালুরঘাট:  চিরাচরিত প্রথা মেনে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বদলপুর এলাকায় বদলপুর করম পুজা কমিটির পক্ষ থেকে এবছরও পালিত হল করম পুজা উৎসব। প্রতিবছর ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে আদিবাসী সম্প্রদায়ের পবিত্র উৎসব করম পরব অনুষ্ঠিত হয়ে থাকে। করম পরব আদিবাসী সম্প্রদায়ের একটি কৃষি ভিত্তিক ঐতিহ্যবাহী উৎসব। করম পূজা মূলত করম দেবতার পূজা, যিনি শক্তি ও যৌবন, সুখ ও শান্তি এবং  সমৃদ্ধির  প্রতীক। করম অর্থাৎ কদম গাছের ডাল এই করম দেবতার প্রতীক, তাকেই পুজো করা হয়ে থাকে। সারারাত ব্যাপী ঐতিহ্যবাহী আদিবাসী নাচ-গানের মধ্যে দিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মেতে ওঠেন  অন্যান্য আদিবাসী অধ্যুষিত অঞ্চলের  মত বদলপুরের আদিবাসী সম্প্রদায়ের মানুষ।

তবে এবছর এই উৎসব শুধুমাত্র পুজোর নিয়ম রক্ষার্থে। এবছর আড়ম্বরপূর্ণ আয়োজন সম্ভব হয়নি। উৎসব ঘিরে আদিবাসী সম্প্রদায়ের উৎসাহ উদ্দীপনায় বাঁধ সেধেছে করোনা মহামারী। মূলত আদিবাসী সম্প্রদায়ের উৎসব হলেও প্রতিবছর বদলপুর এলাকার এই করম পূজা অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ। তাই অন্যান্য বছর যে উৎসবে এলাকার বাসিন্দা ছাড়াও পার্শ্ববর্তী গ্রামের মানুষের উপস্থিতিও থাকে চোখে পড়ার মত। এবছর সেই উৎসব প্রাঙ্গণ ছিল প্রায় শুনসান।

শুধু পুজো নয়, বদলপুর করম পুজোকমিটির উদ্যোক্তারা জানালেন, এই উৎসব উপলক্ষে বেশ কিছু সামাজিক কর্মসূচিও পালন করে থাকেন তাঁরা। যেমন রক্তদান শিবির, কৃতি ছাত্র-ছাত্রী সহ সমাজসেবী, সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধণা প্রভৃতি। কিন্তু অন্যান্য বছরের সঙ্গে এবছরের পার্থক্য রয়েছে অনেকটাই। এবছর তেমন কোনো কর্মসূচি পালন করা যায়নি। আমন্ত্রণ জানানো হয়নি কোনো নাচের দলকেও। বদলপুরের করম পূজা কমিটির পক্ষ থেকে উদ্যোক্তা ও ভক্তরা করোনা স্বাস্থ্য বিধি অনুসারে সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক, হ্যান্ড গ্লাভস পড়ে সমস্ত সর্তকতা অবলম্বন করে পালন করলেন করম পুজা। করোনা পরিস্থিতি কেটে গেলে সামনের বছর আগের মতই মহাসমারোহে এই করম পূজা উৎসব পালন করবেন বলে জানিয়েছেন আশাহত উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *