পানীয়ের গ্লাস ঠুকে বলুন ‘চিয়ার্স’! অবশেষে খুলে গেল শহরের পানশালা

পানীয়ের গ্লাস ঠুকে বলুন ‘চিয়ার্স’! অবশেষে খুলে গেল শহরের পানশালা

 

কলকাতা: খুলে গেল শহরের দুটি নামজাদা পানশালা৷ একটি সনাতন এবং একটি আধুনিক৷ মঙ্গলবার সদস্যদের জন্য খুলে দেওয়া হয় ক্লাবের বার৷ দীর্ঘ পাঁচ মাস পর খোলা হয় ক্লাবের দরজা৷ এদিন দুপুর থেকেই তাদের লিকার কাউন্টার খুলে দেয় রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব (আরসিজিসি) এবং প্রিন্সটোন ক্লাব৷ 

আরও পড়ুন- বাড়িতে 4G টাওয়ার বসিয়ে আয় করতে চান? ফাঁদে পা দেওয়ার আগে সাবধান

 

আগামী কয়েক দিনের মধ্যে খুলে যাবে শহরের বাকি ক্লাবগুলিও৷ বুধবার থেকেই সম্ভবত খুলতে চলেছে ‘টলি ক্লাব’৷ আবার আগামী সপ্তাহে খোলার পরিকল্পনা রয়েছে ‘ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব’-এর৷ কবে থেকে মাদক এবং খাবার পরিবেশন শুরু করা হবে খুব শীঘ্রই সে বিষয়ে জানিয়ে দেবে ক্যালকাটা ক্লাব৷ তবে নতুন করে শুরু করতে এখনও দিন পনেরো সময় লাগবে ক্যালকাটা রোয়িং ক্লাব এবং লেক ক্লাবের৷ তবে কবে থেকে ডিআই এবং ইন্টারন্যাশনাল ক্লাব খোলা হবে, সে সম্পর্কে কোনও তথ্য দিতে পারেনি সংশ্লিষ্ট ক্লাব কর্তৃপক্ষ৷ 

আরও পড়ুন- ছন্দে ফিরছে তারাপীঠ, গর্ভগৃহে প্রবেশের অনুমতি দিল মন্দির কমিটি

 

আরসিজিসি-র এক কর্মকর্তা জিএস বাওয়েজা বলেন, ‘‘প্রয়োজনীয় অনুমতি নেওয়ার পরই খোলামেলা জায়গায় বার চালু করা হয়েছে৷ মঙ্গলবার লাউঞ্চ বার এবং শামিয়ানা বার খোলা ছিল৷ বুধবার থেকে খোলা হবে আমাদের বোলিং ক্লাব বার৷ ইতিমধ্যেই আমরা ইতিবাচক সাড়া পেয়েছি৷’’   আবার মেরলিন গ্রুপের চেয়ারম্যান সুনীল মোহতা বলেন, ‘‘বার খোলার যে অনুমতি দেওয়া হয়েছে, তাকে আমরা স্বাগত জানাচ্ছি৷ এই সিদ্ধান্তের পর আমরা ভালো সাড়া পাচ্ছি৷’’

টলি ক্লাবের সিইইও অনিল মুখোপাধ্যায় বলেন, ‘‘এপ্রিল মাসে মূল্য বৃদ্ধির পর কিছু দাম সংশোধন করতে হবে৷ এছাড়াও কয়েকটি বিষয়ে ছাড়পত্র নিতে হবে৷ মঙ্গলবার সরকারি ছুটি থাকায়, কিছু কাজ আটকে রয়েছে৷’’ সিআরসি-র সেক্রেটারি চন্দন রায় চৌধুরী বলেন, সম্পূর্ণ স্যানিটাইজেশনের পর ৯ থেকে ১০ দিনের মধ্যেই পরিষেবা চালু করা হবে৷ বিশ্বকর্মা পুজোর পর বার খোলার চিন্তাভাবনা করছে লেক ক্লাব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *