ISL খেলবে ইস্টবেঙ্গল, নবান্নে জট কাটালেন খোদ মুখ্যমন্ত্রী

ISL খেলবে ইস্টবেঙ্গল, নবান্নে জট কাটালেন খোদ মুখ্যমন্ত্রী

 

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে অবশেষে বড়সড় সমস্যা থেকে মুক্তি পেল লাল-হলুদ শিবির৷ ইস্টবেঙ্গলের ফুটবল ভবিষ্যতকে বাঁচাতে আজ বৈঠকে বসেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়৷ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে৷ সেখানে নতুন স্পনসরের  সঙ্গে চুক্তি-সহ ইস্টবেঙ্গলের নতুন মরশুমে আইএসএল খেলবে বলেও সুখবর জানান মমতা৷

জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি করছে ‘‌শ্রী সিমেন্ট’‌৷ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই ঘোষণা করা হয়৷ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এই সমস্যার সমাধান হয়েছে৷ একই সঙ্গে ইস্টবেঙ্গল আইএসএল খেলাবে বলেও লাল–হলুদের তরফে জানানো হয়৷ মুখ্যমন্ত্রী আশাবাদী, এই মরশুমে আইএসএল খেলবে লাল-হলুদ শিবির৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অবশেষে জট কাটল ইস্টবেঙ্গলের৷ এবার আইএসএলে ডার্বি খেলতে চলেছে ইস্টবেঙ্গল৷ ‘আমরা চাই ইস্টবেঙ্গল আইএসএল খেলুক৷’ ইনভেস্টরদের সঙ্গে চুক্তি হয়েছে বলেও জানিলেন মুখ্যমন্ত্রী৷ আজ ইস্টবেঙ্গলের সমস্যার সমাধান করে মুখ্যমন্ত্রীর নবান্নের বৈঠক করেন৷ সেখানে মুখ্যমন্ত্রী জানান, ‘‘আমরা ইস্টবেঙ্গল-মোহনবাগান-মোহামেডান, সবাইকে ভালোবাসি৷ সেই জন্য এই অনুষ্ঠান৷ এটা অনুষ্ঠান নবান্ন সভাঘরে করে হলেও যেহেতু মহামারী চলছে, সামাজিক দূরত্ব বজায় রেখে ইস্টবেঙ্গল ক্লাব আমাকে আমন্ত্রণ জানিয়েছে৷ ইস্টবেঙ্গল ক্লাবকে সাহায্য করতে এগিয়ে এসেছে৷’’

সূত্রের খবর, ইস্টবেঙ্গলে বিনিযোগ করতে রাজি হয়েছে শ্রী সিমেন্ট৷ চুক্তির শর্ত অনুযায়ী ক্লাবের ৮০ শতাংশ শেয়ার তাদের হাতে থাকবে৷ বাকি ২০ শতাংশ থাকবে ইস্টবেঙ্গলের হাতে৷ ঐতিহ্যের কথা মাথায় রেখে ইস্টবেঙ্গলের লোগো এবং জার্সির রং বদল হচ্ছে না৷ জানা গিয়েছে, স্পনসরদের সঙ্গে চুক্তির পর আইএসএলের জন্য ঝাঁপাবে ইস্টবেঙ্গল৷ মুখ্যমন্ত্রীর উদ্যোগে ইস্টবেঙ্গলের জট কাটতেই খুশি সমর্থকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *