নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রকে বহুবার অনুরোধ জানিয়েও কাজ হয়নি, তাই পশ্চিমবঙ্গ সহ রাজ্যগুলিকে বকেয়া জিএসটি বাবদ ক্ষতিপূরণের অর্থ মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বাস ও মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রে অবিশ্বাস তৈরি করছে কেন্দ্র সরকার, বুধবার প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা চিঠিতে এমনটাই উল্লেখ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘কেন্দ্র যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করছে।’
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘‘আশ্বাস দেওয়ার পরেও দুটি একতরফা বিকল্প দিয়ে রাজ্যগুলির ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে যার ফলে দুটি ক্ষেত্রেই রাজ্যকে লক্ষ-লক্ষ, কোটি-কোটি টাকা ধার করতে হবে। যখন বহু রাজ্য কর্মীদের বেতন পর্যন্ত দিতে পারছে না।” চিঠিতে আরও বলা হয়েছে, “সাহায্যের পরিবর্তে রাজ্য গুলির উপর অর্থনৈতিকভাবে পাল্টা চাপ বাড়িয়ে যাচ্ছে কেন্দ্র।’’
যে মৌলিক অধিকারের ওপর বিশ্বাস রেখে ভ্যাট সহ ট্যাক্স ব্যবস্থার ৭০ শতাংশ ক্ষমতা কেন্দ্রের হাতে তুলে দিচ্ছে রাজ্যগুলো সেই মৌলিক অধিকারের তামাশা ও লঙ্ঘন করছে কেন্দ্র, একমাত্র সেই শর্তেই এই ক্ষমতা কেন্দ্রের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল যে জিএসটি আদায় বাবদ ৫বছরের ক্ষতিপূরণ সঠিকভাবে রাজ্যগুলিকে মিটিয়ে দেওয়া হবে। এটি একটি সম্মতিক্রমে অনুমোদিত। চিঠিতে প্রধানমন্ত্রীকে এই বিষয়টি মনে করিয়ে দিয়েছেন মমতা।
তিনি আরও মনে করিয়ে দিয়েছেন যে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রধানমন্ত্রী নিজেই একাধিক ভিত্তিতে জিএসটি কার্যকর করার বিরোধিতা করেছিলেন। মুখ্যমন্ত্রীর পরামর্শ, রাজ্যগুলিকে জিএসটি বাবদ ক্ষতিপূরণ দিতে প্রয়োজনে কেন্দ্রের ধার নেওয়া উচিত।