বারুইপুর:বিজেপির বিক্ষোভ সমাবেশের মঞ্চ বাঁধা নিয়ে উত্তেজনা বারুইপুরে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমাশাসকের দফতরের সামনে বিজেপির তরফে বিক্ষোভ সমাবেশের মঞ্চ বাঁধার কাজ চলছিল। সকালেই ডেকোরেটার্সের লোকজন এই মঞ্চ বাঁধার কাজ শুরু করে দেয়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ ওঠে মঞ্চ বাঁধার সময় ডেকোরেটার্সের লোকেদের বাধা দেয় পুলিশ। খুলে দেওয়া হয় মঞ্চের বাঁশ। গ্রেফতার করা হয় ডেকোরেটার্সের কর্মীদের।
ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্বভাবতই পুলিশের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি নেতৃবৃন্দ। বিজেপির দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি হরিকৃষ্ণ দত্ত, আইনজীবী গৌতম চক্রবর্তীর উপস্থিতিতে ঘটনার প্রতিবাদ জানিয়ে কয়েক মিনিট এলাকার রাস্তা অবরোধ করে বিজেপি কর্মীরা। পরে পুলিশের সঙ্গে আলোচনার পর সেই অবরোধ তুলে নেন বিজেপি কর্মী সমর্থকরা।
বিজেপির জেলা সভাপতি হরিকৃষ্ণ দত্ত বলেন, অন্যায়ভাবে পুলিশ দলের মঞ্চ খুলে দেয়। তার দাবি তৃণমূল সভা করলে একাজ হত না। তাঁর আরও দাবি পুলিশ শাসকদলের হয়ে কাজ করছে। তৃণমূল চাইলে কোনও বিল্ডিংয়ের ওপরেও সভা করার ছাড় দেওয়া হত। হরিকৃষ্ণবাবু জানান তাঁরা প্রশাসনের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেন। কিন্তু পুলিশের তরফে তাঁদের জানানো হয় কোথাও সভা করতে দেওয়া হবে না। তিনি বলেন শুক্রবার সকাল ১০টার পর থেকে মহকুমাশাসকের অফিসের সামনেই তাদের বিক্ষোভ সমাবেশ চলবে।
পুলিশ প্রশাসনের তরফ থেকে পাল্টা জানানো হয় এই বিক্ষোভ সমাবেশের কোনও অনুমতি নেওয়া হয়নি। সম্পূর্ণ ভাবে প্রশাসনকে না জানিয়েই এই সমাবেশের মঞ্চ বাঁধা শুরু হয়। এদিকে পুলিশের সঙ্গে বচসার পর এলাকায় উত্তেজনা তৈরী হলে বারুইপুর থানার বিশাল পুলিশবাহিনি ঘটনাস্থলে আসে। নামানো হয় জেলা পুলিশের বিশেষ বাহিনী। এদিন দফায় দফায় পরিস্থিতি সামল দিতে গিয়ে বারুইপুর থানা পুলিশ বাহিনী গ্রেপ্তার করে ডেকোরেটার্সের কর্মীদের। পরে আলোচনার মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়।