অর্জুন সিংয়ের বাড়ির সামনে ব্যাপক বোমাবাজি, উত্তপ্ত জগদ্দল

অর্জুন সিংয়ের বাড়ির সামনে ব্যাপক বোমাবাজি, উত্তপ্ত জগদ্দল

1bad7078d42e1afd4c9d6ada256ca470

 

কলকাতা: ফের জগদ্দল৷ রাজ্য বিজেপি’র সহ সভাপতি তথা বারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর বাড়ির ও দলীয় কার্যালয়ের ঘিরে চলল ব্যাপক বোমাবাজি৷ বৃহস্পতিবার বিকেলে জগদ্দলের মেঘনা মোড়ে অর্জুন সিংয়ের বাড়ি ‘মজদুর ভবন’ লক্ষ্য করে মুহুর্মুহু বোমা ছোড়ে দুষ্কৃতীরা৷ এই ঘটনায় অর্জুন সিং বা তাঁর বাড়ির কেউ ক্ষতিগ্রস্ত হননি৷ তবে এই দাপুটে নেতার বাড়ির বাইরে বোমাবাজির ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ থমথমে গোটা জগদ্দল৷

আরও পড়ুন- মঞ্চ বাঁধতে বাধা পুলিশের, বিজেপির বিক্ষোভে উত্তপ্ত বারুইপুর

 

এদিন বোমা পড়া শুরু হতেই ভয়ে ছোটাছুটি শুরু করে দেন স্থানীয় মানুষ৷ বোমার আঘাতে জখম হন এক দোকান কর্মী৷ পরিস্থিতি সামাল দিতে অকুস্থলে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ৷ এই ঘটনার জন্য তৃণমূলের দিকেই আভিযোগের আঙুল তুলেছেন বিজেপি সাংসদ৷ অর্জুন সিং-এর দাবি, তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের খুনের চক্রান্ত করছে তৃণমূল৷ এ দিন দুপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন সেরে বাড়ি ফেরার পরই শুরু হয় ব্যাপক বোমাবাজি৷  

বিজেপি সাংসদ বলেন, ‘‘এদিন বাড়ি ঢোকার সময়েই কিছু সন্দেহজনক গতিবিধি নজরে আসে৷  জামাকাপড় ছেড়ে নীচে এসেছিলাম আমার নিরাপত্তারক্ষীদের এই বিষয়ে সতর্ক করতে৷ মনে হয়েছিল কিছু গোলমাল হতে পারে। কিন্তু তাদের সতর্ক করার  আগেই বোমা পড়তে শুরু করে।’’ ঘটনার ব্যাখ্যা দিয়ে তিনি বসেন,  ‘‘একটা বোমা  একেবারে আমরা সামনে পড়ল। বাকিগুলো চারপাশে, মন্দিরের উপরে, মন্দিরের পাশে। সিআইএসএফ ওদের তাড়া করতেই পালাতে শুরু করে। পালানোর সময়েও বোমা মারতে মারতে গিয়েছে।’’ 

06f3c0ad792b18bf688f49fac18b4a8c

আরও পড়ুন- ধন্যি ছেলের অধ্যবসায়! জয়েন্ট পরীক্ষা দিতে ৭৫ কিমি সাইকেল চালিয়ে এল পরীক্ষার্থী

 

প্রসঙ্গত, ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন এই দাপুটে নেতা৷ এর পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া-জগদ্দল৷ তৃণমূল-বিজেপি সংঘর্ষে বধ্যভূমি হয়ে উঠেছিল ওই এলাকা৷ একের পর এক খুনের ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করে৷ অর্জুন সিংয়ের অভিযোগ ছিল, প্রতিশোধ নিতেই এই কাজ করছে তৃণমূল৷ অন্যদিকে, তৃণমূলের পাল্টা দাবি, বিরোধী শূন্য করে ভোটে জিততে চাইছেন অর্জুন সিং৷ পরে অবশ্য পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়৷ তবে উত্তেজনা সম্পূর্ণ প্রশমিত হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *