নারদা, সারদা রোজভ্যালি মামলায় নয়া চমক, সিবিআইয়ের শীর্ষ আধিকারিক বদল!

নারদা, সারদা রোজভ্যালি মামলায় নয়া চমক, সিবিআইয়ের শীর্ষ আধিকারিক বদল!

 

কলকাতা: রাজ্যে অর্থ তছরুপ তদন্ত নিয়ে প্রথম থেকেই যথেষ্ট সক্রিয় সিবিআই। তদন্তের গতিপ্রকৃতি নির্ধারণে বরাবর নিজেদের সিদ্ধান্তে চমকে দিয়েছে সংস্থা। এবার এই তদন্তে নয়া পদক্ষেপ সিবিআইয়ের। একইসঙ্গে বদলি করা হল নারদা, সারদা ও রোজভ্যালি মামলার তদন্তে নিযুক্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার শীর্ষস্থানীয় আধিকারিককে। সম্ভবত তদন্তে বিলম্ব হওয়ার কারণ বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ এর আগে বদলি হয়েছেন এই মামলাগুলির তদন্তের দায়িত্বে থাকা তিন পুলিশ সুপারিন্টেন্ডেন্ট।

সারদাকাণ্ডের দায়িত্বে থাকা তদন্তকারী আধিকারিক ডিএসপি তথাগত বর্ধনকে সম্প্রতি বদলি করা হয়েছে। তাঁর জায়গায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে দিল্লির এক অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিককে। সিবিআই সূত্রে খবর, কাজে গতি আনতে সম্প্রতি রোজভ্যালি ও নারদাকাণ্ডে তদন্তের লাগাম এবার দেওয়া হয়েছে দিল্লি এবং বিহারের দুই অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকের হাতে। তার আগে এই দুই মামলার নেতৃত্বে ছিলেন ডিএসপি পদমর্যাদার আধিকারিকরা। নতুন দায়িত্বে আসা এই দুই আধিকারিক কিছুটা হলেও ঢিমে গতিতে চলা তদন্তের কাজ এগোবে বলে মনে করা হচ্ছে। কিছু দিন আগে তাঁদের বদলি কার্যকর হয়েছে।

তদন্ত যত দ্রুত সম্ভব গুটিয়ে আনা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মূল লক্ষ্য। আগামী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে শাসকদলকে কিছুটা হলেও চাপে রাখতে এই বদলি বলে মনে করছে রাজনৈতিক মহল৷ গত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে চিটফান্ড তদন্তকারী সিবিআই দলের খোলনলচে পালটে ফেলা হয়। তিন এসপি পদমর্যাদার আধিকারিককে অন্তর্ভুক্ত করা হয় আর্থিক অপরাধ তদন্ত শাখা ৪-এ। তার আগে চার জন এসপি পদমর্যাদার আধিকারিকের হাতে ওই দুই মামলায় তদন্তের দায়িত্ব ছিলেন। নতুন এই রদবদলে মামলাগুলির গতি এগোবে নাকি কেবলমাত্র এই সিদ্ধান্ত রাজনৈতিক পাশাখেলার দান হিসেবেই থাকবে সে অবশ্যই ভবিষ্যৎ বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =