মেট্রো যাত্রায় শরীরী ঘনিষ্ঠতা ঠেকাতে রোবটের শরণাপন্নরেল কর্তৃপক্ষ

মেট্রো যাত্রায় শরীরী ঘনিষ্ঠতা ঠেকাতে রোবটের শরণাপন্নরেল কর্তৃপক্ষ

9e629b6191b0dc3c4e0c203f29229db0

কলকাতা: এই প্রথম দেশে পাঁচ মাসেরও বেশি সময় মেট্রো পরিষেবা বন্ধ৷ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না এলেও গোটা দেশজুড়ে চালু হওয়া আনলক-৪ পর্বে চালু হতে চলছে দেশের প্রথম কলকাতা মেট্রো রেল পরিষেবা৷ আনলক ১ থেকে বাস পরিষেবা চলেও কলকাতার লাইফ-লাইন মেট্রো রেল পরিষেবা বন্ধ৷ এবার আনলক-৪ পর্ব থেকে কীভাবে সাধারণ যাত্রীদের সামাজিক দূরত্ব রেখে মেট্রো পরিষেবা নতুন করে চালু করা সম্ভব, তা নিয়ে শুরু হয়েছে নিন্তাভাবনা৷ যাত্রীদের মধ্যে দূরত্ববিধি বজায় রাখতে এবার কার্যত ওয়েব রোবটের শরণাপন্ন হতে চলেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ৷

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সামাজিক দূরত্ববিধি মেনে মেট্রো পরিষেবা চালু করার ছাড়াপত্র দেন৷ সরকারি ছাড়পত্র মিললেও কীভাবে মেট্রো চালানো সম্ভব হবে? তা নিয়ে উঠতে থাকে নানান প্রশ্ন৷ প্রথমে সিধান্ত নেওয়া হয়, মেট্রো স্মার্ট কার্ডের মাধ্যমে যাত্রীরা মেট্রোয় প্রবেশ করবে। পরবর্তীকালে আরও নির্দিষ্ট করে বলা হয়, মেট্রো স্মার্ট কার্ডের মধ্যে দিয়ে নয়, টিকিট বুক করতে হবে একটি বিশেষ অ্যাপের মাধ্যমে। লোহার বাসর ঘরে সেই ছিদ্র থেকে যাতে কালনাগিনী প্রবেশ করতে না পারে তা নিয়ে সচেতন হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ! আরও সম্প্রতি মেট্রো রেল যে ভাবনাটা ভাবছে তা অতন্ত অভিনব।

এতো কিছুর পরেও যদি মেট্রোয় বেশি যাত্রী উঠে জেতে না পারে তার জন্যে বিশেষ একটি ওয়েব রোবট তৈরি করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। একটা রেকে ৪০০ জন যাত্রী উঠতে পারবে। তার মধ্যে ১২৮ জন যাত্রী বসতে পারবেন। আর ২৭২ জন যাত্রী দাঁড়িয়ে যেতে পারবেন। এই সংখ্যাটি যাতে কোনও ভাবেই বিঘ্নিত না হয় তার জন্যেই এই বিশেষ ওয়েব রোবট তৈরি করা হয়। ওই রোপটের মাধ্যমে যাত্রীদের উপর চলবে নজরদারি৷ দূরত্ববিধি ভঙ্গ হলেই রোপট তার মালিককে পাঠাবে বার্তা৷ সেই অনুযায়ী কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষপ গ্রহণ করবে বলে খবর৷ তবে, গোটা পর্বটি এখন ভাবনা-চিন্তার স্তরে রয়েছে৷ রোপটকে মাঠে নামানো আগে পরীক্ষা করেও দেখা হবে বলে মেট্রো রেল সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *