‘নির্বাচন গুরু’ প্রশান্ত কিশোরের পরামর্শে প্রাক্তন কাউন্সিলরদের দায়িত্ব দিচ্ছে তৃণমূল!

২০১৯ লোকসভা নির্বাচনে ১৮টা আসন পেয়েছিল বিজেপি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, লোকসভা নির্বাচনে ৪২টা আসনের ৪২টাই জিতবে তাঁর দল। কিন্তু তা হয়নি। তারপর থেকে বিভিন্ন ইস্যুতে তৃণমূলের পেছনে আদা জল খেয়ে পড়ে আছে গেরুয়া শিবির।

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রণনীতি তৈরি করা শুরু করল তৃণমূল। এ রাজ্যে বেড়ে চলা গেরুয়া শিবিরের প্রভাবকে প্রশমিত করতে অনেক আগেই প্রশান্ত কিশোরকে নিয়োগ করেছিল শাসক দল। এতদিন তাঁর পরামর্শে জেলায় জেলায় প্রস্তুতি সারছিল তারা। এবার শহর কলকাতার দিকে নজর দেওয়া শুরু হল। সূত্রের খবর, ‘নির্বাচন গুরু’ প্রশান্তের পরামর্শেই তৃণমূলের ওয়ার্ড সভাপতির দায়িত্ব দেওয়া হচ্ছে প্রাক্তন কাউন্সিলরদের। 

আগামী বছরের বিধানসভা নির্বাচন তৃণমূলের অগ্নিপরীক্ষা বললেও অত্যুক্তি হবে না। কারণ শাসকদলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। তার ওপর ২০১৯ লোকসভা নির্বাচনে ১৮টা আসন পেয়েছিল বিজেপি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, লোকসভা নির্বাচনে ৪২টা আসনের ৪২টাই জিতবে তাঁর দল। কিন্তু তা হয়নি। তারপর থেকে বিভিন্ন ইস্যুতে তৃণমূলের পেছনে আদা জল খেয়ে পড়ে আছে গেরুয়া শিবির। তাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অঙ্গীকার করেছেন, ২০২১-এ বাংলা-ছাড়া হবে তৃণমূল। এমত পরিস্থিতিতে তাই প্রশান্ত কিশোরকে দিয়েই বিজেপি-কাঁটা তুলতে চাইছে তৃণমূল। 

প্রশান্তের পরামর্শেই প্রাক্তন কাউন্সিলরদের কাছে টানার চেষ্টা চলছে বলে খবর। তাঁদের সংগঠনের কাজে লাগাতে ছক কষে ফেলেছেন প্রশান্ত কিশোর। সূত্রের খবর অনুযায়ী, তাঁরই পরামর্শে কলকাতায় প্রাক্তন কাউন্সিলরদের ওয়ার্ড সভাপতি করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। তাঁরাই নিজের বিধানসভা এলাকায় ভোট পরিচালনা করতে পারবেন। 

সূত্রের খবর, সাংগঠনিক কাজে রীতিমতো চাপে আছে তৃণমূল নেতৃত্ব। দায়িত্বপালন না করায় ক্ষোভ জমছে বিভিন্ন এলাকায়। করোনা এবং আমফান পরিস্থিতিতে বহু কাউন্সিলর ঠকমতো দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ উঠছে। অনেকে আবার দায় ঝেড়ে ফেলছেন বলেও অভিযোগ। প্রাক্তন কাউন্সিলরদের এহেন আচরণে স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষ ক্ষিপ্ত। এর প্রভাব যে ভোটের বাক্সে পড়বে তা আন্দাজ করে নিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। পরিস্থিতি বাগে আনতে তাই প্রশান্ত কিশোরের পরামর্শই হাতিয়ার।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =