হাইকোর্টে ধাক্কা, অবশেষে লকডাউন প্রত্যাহারের ঘোষণা মুখ্যমন্ত্রীর

 টুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রবিবার নিট পরীক্ষা, তার আগের দিন লকডাউন থাকলে  পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছোতে হয়রানি হতে পারে। ইতিমধ্যেই এই লকডাউন প্রত্যাহারের জন্য তাঁর কাছে আবেদনও জানিয়েছেন বহু পরীক্ষার্থী।

 

কলকাতা:  আগামী ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষা৷ কিন্তু, পরীক্ষার আগের দু’দিন লকডাউন ঘোষণা হওয়ায় চিন্তায় পড়েছিলেন রাজ্যের কয়েক বহু নিট পরীক্ষার্থী৷ নিট পরীক্ষার আগে লকডাউন ঘোষণা হওয়ায় দুই পড়ুয়ার কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চান৷ সেই মামলায় ধাক্কা খেতে হয় রাজ্যকে৷ কলকাতা হাইকোর্টে ধাক্কার পর, নিট পরীক্ষার্থীদের সুবিধার্থে আগামী ১২ সেপ্টেম্বর শনিবার, লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷

বৃহস্পতিবার টুইট করে শনিবার লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পূর্ব ঘোষণা অনুযায়ী  ১১ ও ১২ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার ও শনিবার পরপর দুদিন লকডাউন হওয়ার কথা ছিল রাজ্যজুড়ে৷ আজ টুইটের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রবিবার নিট পরীক্ষা৷ তার আগের দিন লকডাউন থাকলে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছোতে হয়রানি হতে পারে৷ ইতিমধ্যেই এই লকডাউন প্রত্যাহারের জন্য তাঁর কাছে আবেদনও জানিয়েছেন বহু পরীক্ষার্থী৷ ফলে, তাঁদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে টুইটে জানান মুখ্যমন্ত্রী৷ তবে ১১ সেপ্টেম্বর, শুক্রবার যথারীতি লকডাউন থাকবে রাজ্যে৷ কিন্তু, পরীক্ষার কথা ভেবে আগে থেকে কেন লকডাউনের দিন পরিবর্তন করা হল না? পরীক্ষার দু’দিন আগে কেন লকডাউন ঘোষণা করা হয়েছিল? প্রশ্ন বিরোধী শিবিরের৷

মেডিক্যালে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা নিট৷ পরীক্ষার আগে দু’টিন টানা লকডাউন থাকার কারণে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওবার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে বলে বুধবার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ লকডাউন থাকার কারণে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে সমস্যা হবে৷ এই মর্মে কলকাতা হাইকোর্টে মামলা করেন এক পরীক্ষার্থী৷ মামলার শুনানির পর হাইকোর্টের তরফে জানানো হয়, পরীক্ষার্থীরা তাঁদের অসুবিধার কথা জানিয়ে রাজ্যের পরিবহণ সচিবকে চিঠি লিখবেন৷ পরিবহণ দফতর পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে৷ এমনকী ওই পরীক্ষার্থীর থাকা-খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে৷ কোভিড-১৯ আক্রান্ত পরীক্ষার্থীও এই পরীক্ষা দিতে পারবেন৷ রাজ্য সরকার করোনা সুরক্ষা বিধি মেনে কোনও আইসোলেশন কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করবে বলেও বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী নির্দেশ দেন৷ 

প্রসঙ্গত, নিট পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ইতিমধ্যেই বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার ও পূর্ব রেল কর্তৃপক্ষ। ১৩ সেপ্টেম্বর, পরীক্ষার দিন বিশেষ মেট্রো পরিষেবা দেওয়া হবে পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে। পরীক্ষার দিন সকাল ১১ টা থেকে সন্ধে ৭ টা পর্যন্ত চলবে মেট্রো।  ওই দিন মোট ৬৬ টি ট্রেন চালানো হবে। স্মার্ট কার্ড ব্যবহার করে মেট্রোতে যাত্রা করতে পারবেন পরীক্ষার্থীরা। তবে  স্মার্ট কার্ড না থাকলে কাগজের টিকিটে  যাত্রা করা যাবে। সাধারণ যাত্রীদের জন্য স্বভাবিক মেট্রো পরিষেবা চালু হওয়ার কথা রয়েছে ১৪ অথবা ১৫ সেপ্টেম্বর থেকে।  

আগামী ১৩ সেপ্টেম্বর মেডিক্যালে ভর্তির জন্য ‘নিট’ পরীক্ষা নেওয়া হবে৷ সুপ্রিম রায়ের পর পরীক্ষা গ্রহণের দিনক্ষণ ঘোষণা করে কেন্দ্র৷ করোনা আবহে পরীক্ষা ঘিরে কম বিতর্ক হয়নি৷ সুপ্রিম রায়ের পর ৭টি রাজ্য পরীক্ষা পিছনোর আর্জি জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করে৷ পরে সুপ্রিম কোর্ট ওই সাতটি রাজ্যের আবেদন খারিজ করে দেয়৷

পরীক্ষা সূচি ঘোষণা হওয়ার পর পূর্ব মেদিনীপুরের পটাশপুরের পরীক্ষার্থী অনিন্দিতা জানা ও কোভিড আক্রান্ত সৌভিক পান্ডা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন৷ অনিন্দিতা জানান, তাঁর পরীক্ষাকেন্দ্র পশ্চিম মেদিনীপুরের দাঁতনে৷ প্রায় ৭০কিলোমিটার দূরে পরীক্ষাকেন্দ্র৷ কারোনার কারণে এখনও পুরোপুরি চল নয় গণপরিবহণ৷ তারউপর পরীক্ষার আগের দু’দিন বাংলায় লকডাউন৷ ফলে, তিনি কীভাবে ৭০ কিমি পথ পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে যাবেন? এব্যাপারে তিনি আদালতের হস্তক্ষেপ চান৷ অন্যদিকে, সৌভিক পান্ডা আবেদনে জানান, তিনি করোনা আক্রান্ত৷ কীভাবে তিনি পরীক্ষায় বসবেন? ফলে, আদালতের হস্তক্ষেপ প্রয়োজন বলেও জানান তিনি৷ বুধবার আদালত ওই মামলার শুনানিতে রাজ্য সরকারকে ওই দুই পরীক্ষার্থীর সমস্যা সমাধানে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়৷ আবেদনকারীদের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী কল্লোল বসু, আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, সুমন বন্দ্যোপাধ্যায় ও পিন্টু কাঁড়ার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =