করোনা ত্রাণ তহবিলে ৯.৫ হাজার কোটি অনুদান এই পাঁচ সংস্থার

করোনা ত্রাণ তহবিলে ৯.৫ হাজার কোটি অনুদান এই পাঁচ সংস্থার

নয়াদিল্লি: কোভিড ১৯ ভাইরাস সংক্রমণ মোকাবিলায় বেসরকারি সংস্থাগুলিও অভিনব ভূমিকা পালন করছে। কেউ গড়ছে হাসপাতাল, কেউ আবার মাস্ক, স্যানিটাইজার সরবরাহ করার দায়িত্ব নিয়েছে। কেউ আবার সরাসরি আর্থিক সাহায্য করছে করোনার ত্রাণ তহবিলে। প্রযুক্তি সংস্থাগুলির নাম এক্ষেত্রে উঠে আসছে শীর্ষে। প্রথম সারির পাঁচটি সংস্থা মিলে ইতিমধ্যেই কোভিড ১৯ ত্রাণ তহবিলে প্রায় ৯ হাজার ৫০০ কোটি টাকা সাহায্য করেছে বলেই সংবাদসূত্রে প্রকাশ। সেই সংস্থাগুলি হল গুগল, ফেসবুক, অ্যামাজন, মাইক্রোসফ্‌ট ও অ্যাপল।

গুগল: করোনা ত্রাণ তহবিলে গুগল দিয়েছে প্রায় ৬৫৫৮ কোটি টাকা। এছাড়াও ৩০ লক্ষ মাস্ক বানানোর প্রতিশ্রুতিও দিয়েছে তারা। পাশাপাশি করোনা মোকাবিলায় অ্যাপল-এর সঙ্গে যৌথভাবে কনট্যাক্ট ট্রেসিং টুল বানাতেও সহায়তা করেছে গুগল।

ফেসবুক: এই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া জায়েন্ট প্রায় ১৯০০ কোটি টাকা দিয়েছে তহবিলে। ক্ষুদ্র ব্যবসায় ৭৬৫ কোটি, স্বাস্থ্য পরিষেবার খাতে ১৯১ কোটি, অন্যান্য ত্রাণ কার্যে ১৫৩ কোটি টাকা সাহায্যে করেছে তারা।

অ্যামাজন: করোনা ত্রাণ তহবিলে অ্যামাজন দিয়েছে ৭৫৪ কোটি টাকা। তার মধ্যে ক্ষুদ্র ব্যবসার খাতে প্রায় ৪২ কোটি, স্বাস্থ্য পরিষেবায় ১৫৩ কোটি ও ত্রাণ কার্যে ৫৫১ কোটি টাকা দিয়েছে অ্যামাজন। এছাড়া সংস্থাটির সিইও জেফ বেজোস প্রায় ৭৬৫ কোটি টাকা অনুদান করেছেন করোনা মোকাবিলায়।

মাইক্রোসফ্‌ট: ২১০ কোটি টাকা দিয়েছে মাইক্রোসফ্‌ট। যার মধ্যে স্বাস্থ্য পরিষেবার খাতে ১৫৩ কোটি টাকা ছাড়াও চীনে করোনা সংক্রমণের ত্রাণকার্যে ৪৯ কোটি এবং অন্যান্য ত্রাণকার্যে সাড়ে ৭ কোটি টাকা দিয়েছে সংস্থাটি। এছাড়াও করোনা ভাইরাসের গবেষণার খাতেও অনুদান দিয়েছে মাইক্রোসফ্‌ট।

অ্যাপল: প্রায় ১৬৮ কোটি টাকা সাহায্য করেছে অ্যাপল। ত্রাণকার্যের খাতে ১১৪ কোটি টাকা ছাড়াও চীনের করোনা ত্রাণকার্যে ৫৩ কোটি টাকা দিয়েছে তারা। এছাড়াও স্বাস্থ্যকর্মীদের ২০ কোটি ফেস মাস্ক দিয়েছে তারা। এছাড়াও সপ্তাহ পিছু ১০ লক্ষ ফেস শিল্ড উৎপাদনের প্রতিশ্রুতি দিয়েছে অ্যাপল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *